সম্মানিত মুফতী সাহেব (দা.বা),
আমার প্রশ্ন হলো,
১. প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যদি দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করতে চায়; সেক্ষেত্রে মেয়ে যদি প্রথমে বলে যে, আমি অমুকের মেয়ে অমুক আপনাকে বিয়ে করিতেছি। এরপর ছেলে কবুল করলাম বলে। এবং একিভাবে ছেলেও প্রস্তাব করে এবং মেয়ে কবুল করলাম বলে। এতে কি বিয়ে হয়ে যাবে। উল্লেখ্য উভয়ের পরিবারের সম্মতি আছে। গুনাহ থেকে বাচার জন্য এবং বসবাসের জন্য এভাবে বিয়ে করতে হয়েছে। এখানে করিতেছি শব্দ ব্যবহার কি ঠিক হয়েছে? নাকি করলাম বলতে হত?