আসসালামু আলায়কুম।
সফরের থাকাকালীন দুয়া কবুল হয়। সফরের যাওয়ার আগে সালাত ও এসে সালাত অধ্যায় করতে হয়। কিন্তু ঠিক কতটুকু দুরত্ব আর কোন নিয়তে বের হলে সেটাকে সফর বলবে?
যদি আমি বেশ খানিকটা দূরে যাওয়া আসা করে পড়াশোনা বা চাকরি করি, বা কেনা কাটা করতে যাওয়া কিংবা কোনো কাজেই একবার দূরে যাওয়া কি সফরের মধ্যে পড়বে? নাকি শুধু ভ্রমণ বা আত্মীয়ের বাসায় দূরে বেড়াতে যাওয়া? বাড়ি থেকে কাছে বেড়াতে যাওয়া ও কি সফর?
এগুলা পরিস্কার ভাবে না জানলে এই সময়ের আমলগুলো ঠিক ভাবে কাজে লাগাতে পারছি না।
আরো একটা জিজ্ঞাসা, মেয়েদের ভার্সিটি যদি এমন দূরে হয় যেখানে মাহরাম পুরুষ ব্যতীত একা চলাচল করতে পারবে না, সেখানে যদি পুরুষ সাথে করে রেখে আসে তারপর জায়গা পরিচিতি হয়ে গেলে নিজ বাড়ি আসার সময় কি একা আসতে পারবে?
আর যদি মাহরাম পুরুষ সাথে যেতে না পারে তার মা বা এমন কাছের কেউ কি সাথে গেলে চলবে? যদিও আজ কাল এভাবেই চলছে সব জায়গায়।
জাঝাকুমুল্লাহুল খাইর।