আসসালামু আলাইকুম
আমার একটি মেয়ে বিড়াল রয়েছে। প্রায় ৬ মাস ধরে পালছি।
১.৫ মাস আগে এর ৩ টা বাচ্চা হয়। বাচ্চা হয় আমার গায়ে দেওয়া কম্বলে, যার ফলে রক্ত ইত্যাদি আমার কম্বলে লেগে যায়, যতটুকে লাগছে আন্দাজমতো আমি পানি দিয়ে ঘষে মুছে রোদে শুকাই। কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে মা বিড়াল যেখানে সেখানে বাচ্চাকে প্রসাব করায়, একদিন আমার ওড়নায় করায়, না দেখলে বোঝাই যেতোনা। আবার বাচ্চা একটু বড় হলে(১০-১২ দিন) আমার খাটে একরু একটু টয়লেট করে। আর যখন১-১.৫ মাস হয় তখন তো আমার ঘরের খাটের নিতে ওপরে, অন্যান্য ঘরেও টয়লেট করে। সারা ঘর দুর্গন্ধ হয়ে থাকতো। তার ওপর প্রসাব করলে বোঝাও যেতো কোথায় করে। এখন ৩ বাচ্চা ৩ জনকে দিয়ে দেই। এখন আম্মু বলতাছে যাতে আর বাচ্চা না হয় তাই নিউটার করায় দেই। আর আবার বাচ্চা যদি আবার হয়ও আমি নাহয় বড় করে অন্য মানুষকে দিবো বা তাদের রিজিক আল্লাহর মালিক, তাই আল্লাহর ভরসায় রাস্তায় কোথাও দিয়ে আসবো ইং শা আল্লাহ। কিন্তু নাপাকির বিষয়টা?
এখন আমার প্রশ্ন হলো -
১/আমার কম্বল কি ঠিকভাবে পবিত্র হয়েছে? ( পুরা কম্বল ধোয়া সম্ভব না)
২/ এমতাবস্থায় বিড়ালকে কি নিউটার করানো জায়েজ হবে?
৩/ বাচ্চাগুলাকে মা বিড়াল থেকে দূরে নিলে মায়ের কষ্ট হওয়ায় কি আমার গুনাহ হবে?( আমি শুনছি মা বিড়াল বেশ কদিন পর ভুলে যায়)
৪/ বাচ্চাদের রাস্তায় ফেলে আসলে(কোনো মানুষ না নিলে) কি আমার গুনাহ হবে?( এমন অবস্থায় যখন ওরা ভাত খেতে পারবে, তবে খাবার যোগার করে খেতে পারবে কিনা জানিনা) যদি মারা যায়।