বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীকে তালাকের অধিকার ওয়াসওয়াসাবসত দিয়ে দিলে স্ত্রী তালাকের অধিকার পাবে না।কেননা তালাকের অধিকার দেয়ার জন্য নিয়ত শর্ত। আর ওয়াসওয়াসা থাকলে তো আর নিয়ত থাকবে না।
স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার পর, স্বামী তালাকের অধিকারকে আর ফিরিয়ে নিতে পারবে না।
وَلَيْسَ لِلزَّوْجِ أَنْ يَرْجِعَ فِي ذَلِكَ وَلَا يَنْهَاهَا عَمَّا جَعَلَ إلَيْهَا وَلَا يَفْسَخُ كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ.
স্ত্রীকে তালাকের অধিকার দেয়ার পর অধিকারকে আর ফিরিয়ে নেয়া যাবে না এবং স্ত্রীকে নিষেধ করাও যাবে না।এবং সেই অধিকারকে ভঙ্গ করাও যাবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৮৭)