ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)হাজবেন্ড মুক্তি দিলাম বলার সময় যদি তালাকের নিয়ত বা একবারে ছাড়ার নিয়ত না করে, শুধু অই সময় এর জন্য সাময়িক মুক্তি বা ছাড়া বুজাই (মুক্তি মানেই ত ছাড়া)।তাইলে তালাক হবে না।
(২)হাজবেন্ড ও তালাকের অধিকার প্রাপ্ত বউ এর মিথ্যা বর্ননা বা মিথ্যা স্বীকার উক্তির দারা বিশুদ্ধ মতানুযায়ী তালাক হবে না।
(৩)বউ ছাইড়া দেওয়ার কথা বলায় হাজবেন্ড যদি বলে তুমার ভাল না লাগলে বা মন চাইলে বা ইচ্ছে হইলে তুমি ছাইড়া দিও। এর দারা সাময়িক অধিকার বা স্থায়ী অধিকার উভয় দেওয়ার সম্ভাবনা বুজাই।হাজবেন্ডকে জিজ্ঞেস করতে হবে। যেহেতু তাকে জিজ্ঞেস করার পর সে বলেছে যে, আমি এই মাসালা জানতাম না।মাসালা না জানলে তো অধিকার দেওয়া বুজবে না।তাই এখন ঐসব কথা বলার সময় যদি তার মনে অধিকার দিলাম ভবিষ্যতে ও তালাক দিতে পারবে এই নিয়ত স্পষ্ট না থাকে, তাহলে সাময়িক অধিকার দেওয়াই বুঝাবে।
বিঃদ্রঃ
আপনি ওয়াসওয়াসার রোগী যেহেতু,তাই আপনার মনে তালাকের যতই প্রশ্ন আসুক না কেন,কখনই তালাক হবে না।আমরা সর্বদা তালাক না হওয়ার ফাতাওয়াই দেবো।