(১) এমনিতেই মনের ভিতর আল্লাহ, রাসুল (সা:), কোরআন নিয়ে মনে বিভিন্ন ধরনের আজে বাজে বা নোংরা চিন্তা আসে। আজ বাসায় পরিবারের সাথে একটু কথা কাটাকাটির শেষে বসে থাকা অবস্থায় আমার মনের মাঝে এসেছে যে, "আল্লাহ বলে কেউ নেই"।
এমন কথা আমার মাঝে মধ্যেই মনে আসে। এজন্য কি ঈমান চলে যাবে শায়েখ??
(২) নামাজ পর দোয়া করার সময় মনে মনে বলছিলাম যে, "হে আল্লাহ তুমি আমার ভাল কাজ করার তাওফিক দাও। তুমি ছাড়া আমার কিছু করার ক্ষমতা নেই। কোন ভাল কাজ করার ক্ষমতা নেই "।
এই কথাগুলি বলার পর আমি কনফিউশনে পড়ে গেছি, আর না পাচ্ছি বলতে যে, আল্লাহ তুমি ছাড়া আমার খারাপ কাজ করার ও ক্ষমতা নেই।
অথবা, খারাপ কাজ আমি আমার নিজের ক্ষমতায় করি,
এমন কথা ও বলতে পারছিলাম না।
মনে হচ্ছিল আমি আল্লাহকে দোষারোপ করে ফেলবো খারাপ কাজ করার ক্ষমতা আল্লাহ দেবার কারনে।
আবার মনে হচ্ছে, আমি খারাপ কাজ নিজের ক্ষমতায় করি এটাও তো বলতে পারবো না। এমন কনফিউশন মনে আসছিল।
এতে কি আমার ঈমানে কোন সমস্যা হবে শায়েখ?
এবং এই কথাগুলি কিভাবে বলা যাবে?
(৩) আমার তালাকের মারাত্তক ওয়াসওয়াসা আছে। রাতে ঘুমের ভিতরে তালাক নিয়ে স্বপ্ন দেখার সময় হঠাৎ ঘুম ভেংগে যায়। ঘুম ভেংগে যাবার সময় আমি কি কোন কেনায়া বাক্য বলে উঠলাম না কোন কেনায়া বাক্য মনে এসেছিল সঠিক মনে করতে পারছি না। সম্ভবত মনে এসেছিল উচ্চারন করিনি। কি কথা মনে এসেছিল সেটাও আমার মনে নেই। মাঝে মাঝে ঘুমের ভিতরে তালাক নিয়ে স্বপ্ন ও বিভিন্ন রকমের কল্পনাও আসে আমার। এতে কি কোন সমস্যা হবে শায়েখ?
(৪) কাদিয়ানিদের বিষয়ে একটা হুজুরের বলছিলেন যে, তাদের ভিতর একজন নিজেকে নবি (সা:) দাবি করেছিলেন। হুজুর "সা:" যখন বললো তখন মনে হচ্ছিল আমিও (সা:) উচ্চারন করে ফেলবো। এবং কাদিয়ানিদের নতুন নবি দাবি করা লোকটিকে (সা:) বলে মেনে নিলাম। এমন মনে হচ্ছিল আমার। এতে কি আমার ঈমান চলে যাবে শায়েখ?
(৫) আমার ছোট মেয়ে তার কোলে আমাকে শুতে বললে আমার মনে হয় আমি আমার মেয়েকে সেজদা করছি।
মেয়েকে আকাশের চাদ দেখালে মনে হয় আমি চাদকে সেজদা করছি। এতে কি আমার ঈমান চলে যাবে শায়েখ??
(৬) আমার এক বন্ধু কালো যাদু নিয়ে কথা বলতে বলতে বললো যে, শয়তান মানুষের বাবা মাকে জীবিত করবে। আরো অনেক ধরনের কথা বলছিল।আর আমি "হুম হুম" করছিলাম। আমার বন্ধু ইসলামিক মন মাইন্ডের। তখনি আমার মনে হলো যে, শয়তানের তো মানুষকে জীবিত করার ক্ষমতা নেই। মানুষ জিবিত করার ক্ষমতা তো একমাএ আল্লাহর।আর আমিতো "হুম" বলে ফেললাম। এজন্য কি আমার ঈমান চলে যাবে শায়েখ??
(৭) আমি ইসলামকে ভালবাসি। এটাই সত্য ধর্ম,এতে কোন সন্দেহ নাই। আমার ওয়াসওয়াসা থাকার কারনে শুধু মনে ঈমান চলে গেল কিনা ভেবে সন্দেহ হয়। ইসলামিক একটা বিষয় সম্পর্কে আমার কিছু জানার ভুল থাকায় আমার একটু মনে খারাপ ফিল হচ্ছিল। তাই ইসলাম সম্পর্কে বন্ধুর সাথে কথা বলার সময় আমি বললাম যে, আমরা যে ইসলাম মানছি তা ভুল।
একথা বলার মানে হচ্ছে যে, যেহেতু আমার একটা বিষয়ে জানার ভুল আছে, তাই আরো কেউ ইসলাম মানতে গিয়ে না জানার জন্য অনেক ভুল করছে। সবাই ভুল করছে বলাতে আমার একটু শান্তি লাগবে তাই বলা।
এছাড়া, ইসলাম ধর্ম ভুল সেটা বলার উদ্দেশ্য ছিলনা।
এজন্য কি আমার ঈমান চলে যাবে শায়েখ??