আসসালামু আলাইকুম।
১.শরীরে অদৃশ্যমান নাপাক বিশেষ করে পেশাব লাগলে এবং শুকিয়ে গেলে পাক করার ক্ষেত্রে কি পানি প্রবাহিত করা ই যথেষ্ট? নাকি হাত বা কাপড় দিয়ে প্রথমে উক্ত স্থান ডলে বা মলে তারপর পানি প্রবাহিত করতে হবে?
২.আমার পবিবারের এক দম্পতির তালাক হয়ে গিয়েছে বলে আশংকা করছি।তারা এখনো সংসার করছে।খুব সম্ভবত তালাকের মাসয়ালা টা জানে না।বৈবাহিক কারনে ওই দম্পতির পুরুষ সদস্য(সৎ বাবা)আমার মাহরাম হয়।যদি তালাক কার্যকর হয়ে গিয়ে থাকে তাহলে তো উনি আর আমার মাহরাম থাকবে না এবং উনার সামনে পর্দা করাও ফরজ।কিন্তু,আমি একদম নিশ্চিত নই যে তালাক হয়েছে কি না আর আমার সৎ বাবা কে কিংবা পরিবারে এইসব আলোচনা করে একটা সমাধানে নিয়ে আসাও আমার পক্ষে সম্ভব না বলতে গেলেযেহেতু তারা দীনদার না।আমার প্রশ্নটা হলো উনার সামনে কি আমার পর্দা করা ফরজ হবে?
৩.ধরুন,আমার সৎ বাবা জানেন যে উনাদের তালাক হয়ে গিয়েছে।এবং,জানা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেন নি।তারা আগের মতই সংসার করছে।এমতাবস্থায়, তিনি আমার আম্মুকে টাকা দেয় এবং আমার আম্মু ওই টাকা দিয়ে আমার জন্য কিছু কিনে তাহলে তা আমার জন্য তা ব্যাবহার জায়েজ হবে?
৪.আমি অনেক আগে একটা সপ্ন দেখেছিলাম।সপ্নটা এরকম যে,আমার জোহর,আসর এবং মাগরীব(সম্ভবত) ছুটে গিয়েছে।অনেকটা ইচ্ছাকৃতভাবেই ছুটে গিয়েছে।এবং, মাগরীব কিংবা তার পরবর্তী সময়ে আমার পুরোপুরি ভাবে বোধহয় ঘটে নাম্য ছুটে যাওয়ার ব্যাপারে ।এবং,আমি নামাজ পড়ার জন্য প্রচন্ড তাড়না অনুভব করি।আমি তখন আমাদের স্থানীয় বাজারের উপর দিয়ে দৌড়ে দৌড়ে আসছিলাম নামাযের জন্য।বাজারে অনেক গাড়ি ছিলো এভাবে দৌড়ে আসাতে আমি এক্সিডেন্ট করতে পারতাম।কিন্তু, ওইদিকে আমার কোনো খেয়াল নেই।আমার একমাত্র খেয়াল তখন নামায পড়া।