আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
148 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।
১.শরীরে অদৃশ্যমান নাপাক বিশেষ করে পেশাব লাগলে এবং শুকিয়ে গেলে পাক করার ক্ষেত্রে কি পানি প্রবাহিত করা ই যথেষ্ট? নাকি হাত বা কাপড় দিয়ে প্রথমে উক্ত স্থান ডলে বা মলে তারপর পানি প্রবাহিত করতে হবে?

২.আমার পবিবারের এক দম্পতির তালাক হয়ে গিয়েছে বলে আশংকা করছি।তারা এখনো সংসার করছে।খুব সম্ভবত তালাকের মাসয়ালা টা জানে না।বৈবাহিক কারনে ওই দম্পতির পুরুষ সদস্য(সৎ  বাবা)আমার মাহরাম হয়।যদি তালাক কার্যকর হয়ে গিয়ে থাকে তাহলে তো উনি আর আমার মাহরাম থাকবে না এবং উনার সামনে পর্দা করাও ফরজ।কিন্তু,আমি একদম নিশ্চিত নই যে তালাক হয়েছে কি না আর আমার সৎ বাবা কে কিংবা পরিবারে এইসব আলোচনা করে একটা সমাধানে নিয়ে আসাও আমার পক্ষে সম্ভব না বলতে গেলেযেহেতু তারা দীনদার না।আমার প্রশ্নটা হলো উনার সামনে কি আমার পর্দা করা ফরজ হবে?

৩.ধরুন,আমার সৎ বাবা জানেন যে উনাদের তালাক হয়ে গিয়েছে।এবং,জানা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেন নি।তারা আগের মতই সংসার করছে।এমতাবস্থায়, তিনি আমার আম্মুকে টাকা দেয় এবং আমার আম্মু ওই টাকা দিয়ে আমার জন্য কিছু কিনে তাহলে তা আমার জন্য তা ব্যাবহার জায়েজ হবে?

৪.আমি অনেক আগে একটা সপ্ন দেখেছিলাম।সপ্নটা এরকম যে,আমার জোহর,আসর এবং মাগরীব(সম্ভবত) ছুটে গিয়েছে।অনেকটা ইচ্ছাকৃতভাবেই ছুটে গিয়েছে।এবং, মাগরীব কিংবা তার পরবর্তী সময়ে আমার পুরোপুরি ভাবে বোধহয় ঘটে নাম্য ছুটে যাওয়ার ব্যাপারে ।এবং,আমি নামাজ পড়ার জন্য প্রচন্ড তাড়না অনুভব করি।আমি তখন আমাদের স্থানীয় বাজারের উপর দিয়ে দৌড়ে দৌড়ে আসছিলাম নামাযের জন্য।বাজারে অনেক গাড়ি ছিলো এভাবে দৌড়ে আসাতে আমি এক্সিডেন্ট করতে পারতাম।কিন্তু, ওইদিকে আমার কোনো খেয়াল নেই।আমার একমাত্র খেয়াল তখন নামায পড়া।
by (1 point)
সপ্নের ব্যাখ্যা টা জানতে চাচ্ছিলাম।প্রশ্নে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম।আফওয়ান

1 Answer

0 votes
by (573,960 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
পানি ঢেলে হাত বা কাপড় দিয়ে উক্ত স্থান ডলে বা মলে ধৌত করতে হবে। 

(০২)
তালাক হয়েছে কিনা,নিশ্চিত ভাবে না জানা গেলে তার সামনে পর্দা করতে হবেনা।

তবে তালাক প্রদান সংক্রান্ত নির্ভরযোগ্য সুত্রে কিছু খবর পেয়ে থাকে সতর্কতা অবলম্বন মূলক তার সামনে চেহারা সহ পূর্ণ শরীর ঢেকে যাবেন। 

(০৩)
আপনার জন্য তা ব্যাবহার জায়েজ হবে।

(০৪)
ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".

আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নেককার লোকের ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
(বুখারী শরীফ ৬৫১২)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ ".

আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
(৬৫১৩)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ".

আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন এর উপর আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি সাধন করবে না।
(বুখারী শরীফ ৬৫১৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
আপনার এই স্বপ্ন মুবারক মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ।  আপনি যে নামাজের ইহতিমাম করে তথা গুরুত্ব দেন,এই স্বপ্নে সেদিকে ইশারা রয়েছে। আল্লাহ তায়ালা নামাজের আরো বেশি ইহতিমাম করার (গুরুত্ব প্রদানের ) তওফিক দান করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 305 views
...