আসসালামুআলাইকুম।
স্ত্রী যদি বলে আমি তোমারে ছাড়া ১০০% ভালো থাকমু।আর সামী যদি স্ত্রীকে বলে যে যদি তোমার মনে হয় আমারে ছাড়া ১০০% ভাল থাকবা তাহলে ডিভোর্স দিও।।এতে কি স্ত্রী তালাকের অধিকার পাবে যদি সামীর অধিকার দেওয়ার নিয়ত না থাকে।।আর অধিকার পেলে তা কি ওই মজলিসে নাকি সারাজীবন?বা কয় তালাকের
তালাকের অধিকার প্রাপ্ত কোন স্ত্রী যদি সামীকে বলে আমি তোমার থেকে মুক্তি নিলাম বা তোমারে ছাইড়া দিলাম তালাকের নিয়ত ছাড়া তাহলে কি তালাক হবে?