প্রশ্ন-১ঃ আমি যদি কাউকে বলি ইনশাআল্লাহ কাল আপনাকে অমুক জিনিস টি দিবো। কিন্তু আমার এখানে আমার ইনশআল্লাহ বলার নিয়ত হচ্ছে আমি আসলে তাকে দিবো না এবং সে যখন চাইবে তখন বলবো আমি ইনশাআল্লাহ বলেছিলাম, আল্লাহ চাননি তাই দিতে পারছিনা।
প্রশ্ন-২ঃ আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি কিছু দিন আগে, বিক্রেতা বলেছিলো ফোনটি কখনো সার্ভিসিং করা হয়নি। কিন্তু কিছু দিন ইউজ করার পর আমার মনে হচ্ছে এটির ডিস্পেলে চেইঞ্জ করা হয়েছিলো।
এই অবস্থায় আমি যদি ফোন টি বিক্রি করে দেই এবং ক্রেতা জিজ্ঞাসা করলে বলি ,আমি কখনো সার্ভিসিং করিনি, আমি যার থেকে কিনেছি সে বলেছে সেও কখনো সার্ভিসিং করেনি।
এ ক্ষেত্রে কি কোন মিথ্যা বা প্রতারনা হবে?
উল্লেখ্য আমি নিশ্চিত না আসলেই ফোনটি সার্ভিসিং করা হয়েছে কিনা, সন্দেহ হয়েছে শুধু।