আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
185 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
প্রশ্ন-১ঃ আমি যদি কাউকে বলি ইনশাআল্লাহ কাল আপনাকে অমুক জিনিস টি  দিবো। কিন্তু আমার এখানে আমার ইনশআল্লাহ বলার  নিয়ত হচ্ছে আমি আসলে তাকে দিবো না এবং সে যখন চাইবে তখন বলবো আমি ইনশাআল্লাহ বলেছিলাম, আল্লাহ চাননি তাই দিতে পারছিনা।

প্রশ্ন-২ঃ আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি কিছু দিন আগে, বিক্রেতা বলেছিলো ফোনটি কখনো সার্ভিসিং করা হয়নি। কিন্তু কিছু দিন ইউজ করার পর আমার মনে হচ্ছে এটির ডিস্পেলে চেইঞ্জ করা হয়েছিলো।
এই অবস্থায় আমি যদি ফোন টি বিক্রি করে দেই এবং ক্রেতা জিজ্ঞাসা করলে বলি ,আমি কখনো সার্ভিসিং করিনি, আমি যার থেকে কিনেছি সে বলেছে সেও কখনো সার্ভিসিং করেনি।
এ ক্ষেত্রে কি কোন মিথ্যা বা প্রতারনা হবে?
উল্লেখ্য আমি নিশ্চিত না আসলেই ফোনটি সার্ভিসিং করা হয়েছে কিনা, সন্দেহ হয়েছে শুধু।

1 Answer

0 votes
by (573,870 points)
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়। 
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম। 
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।

যে কোনো পরিস্থিতিতে সত্য বলাই শরিয়তের মৌল দর্শনের দাবি।

পবিত্র কুরআন শরিফে এসেছে   
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١

তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

হাদিস শরিফে এসেছে,
 সাফওয়ান ইবন সুলাইম বলেন,
قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )
রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে ধোকা হবে,এক্ষেত্রে আপনি যদি কাউকে এমন কথা বলে পরের দিন সেই জিনস না দেন,সেক্ষেত্রে মিথ্যা বলার গুনাহ হবে।

(০২)
এই অবস্থায় আপনি যদি ফোন টি বিক্রি করে দেন এবং ক্রেতা জিজ্ঞাসা করলে বলেন যে ,আমি কখনো সার্ভিসিং করিনি, আমি যার থেকে কিনেছি সে বলেছে সেও কখনো সার্ভিসিং করেনি।
এ ক্ষেত্রে প্রশ্নের বিবরণ মতে কোন মিথ্যা বা প্রতারনা হবেনা।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...