ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিতরের নামাযে দুয়াতে কুনুতের জন্য তাকবীর বলে হাত বাধার পর যদি কেউ দু'আয়ে কুনুতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেললে বা অন্য কোনো সুরা ভুলে পড়া শুরু করে নেয়, তাহলে এতেকরে সাহু সিজদা ওয়াজিব হয় না।
وفي مقدمة العزنوية:إن كان لا يحسن القنوت يقرأ ثلاث مرات قل هو الله أحد أو ثلاث مرات اللهم اغفرلنا.(السعاية في كشف ما في شرح الوقاية، كتاب الصلوة،باب صفة الصلوة،ج:2،ص:139)
(২)
যদি ফরজ নামাজে ২য় বৈঠকে তাশাহুদের আগে আল্লহুম্মাগ ফিরলি ভুলে পড়ে ফেললে, সাহু সিজদা ওয়াজিব হবে।কেননা তাশাহুদ পড়তে দেরী হয়ে যাওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে।