আসসালামু আলাইকুম,
আমাদের দেশে দ্বীনী বই ছাড়াও এমন অনেক বই অনুবাদ হয়, যেগুলোতে সাধারণ বিষয়াদি বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়ের আলোচনা থাকে। যেমন বলা যায়,
- অনুপ্রেরণামূলক বই,
- ইতিহাস বিষয়ক বই,
- উদ্যোক্তা বিষয়ক বই,
- গল্প-উপন্যাস,
- ব্যবসায়িক বই,
- একাডেমিক বই,
ইত্যাদি আরও নানা কিছু।
এসব বইও বাজারে ব্যাপক পরিমাণে আছে এবং অনুবাদ ও বিক্রিও হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো,
(১) এসব সাধারণ বা জেনারেল প্রকাশনীতে চাকুরি করা বা এ ধরনের প্রকাশনীর বই অনুবাদ করার শরয়ি বিধান কি?
(২) এসব প্রকাশনীতে চাকুরি বা কাজ করলে ইনকাম কি হালাল হবে?
(৩) এসব প্রকাশনীতে কাজ করার অনুমতি থাকলে কোন ধরনের বই অনুবাদ করা যাবে, আর কোন ধরনের বই অনুবাদ করা যাবে না?
(৪) এসব বইয়ে অনেক সময় ৯০-৯৫% আলোচনাই সাধারণ বিষয় থাকে, কিন্তু কিছু আলোচনা সরাসরি ইসলামবিরোধী বা বিদ্বেষী না হলেও তাতে জেনারেল দৃষ্টিভঙ্গি বা অনিসলামিক সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। এসব ক্ষেত্রে কী করণীয়?
(৫) যদি বর্তমানে অন্য কোনো উপায়ে ইনকামের ব্যবস্থা মা থাকে, তবে এসব প্রতিষ্ঠানে চাকুরির বিধান কী?
আশা করি খুব দ্রুত এবং বিস্তারিত জানাবেন। জাজাকাল্লাহু খাইরান।