আসসালামু আলাইকুম।
১.একটা স্বপ্নের ব্যাখা দ্রুত জানা জরুরী।
আজ দুপুরে ঘুমানোর সময় স্বপ্নে দেখি, ঢাকা নিউমার্কেটে ট্রেনে যাওয়া যায়, আমি ট্রেন লাইনের পাশের সৌন্দর্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি(স্বপ্নেই), একসময় ট্রেন ধীরে ধীরে থেমে গেলে ঘুম ভেঙে যায়। ট্রেনের বাইরে তখন অন্ধকার, আমার বগিতেও বা পুরো ট্রেনেই কোনো মানুষের সাড়া শব্দ তো দূরের কথা অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না। আমি ভয়ে পেছনে তাকানোরই সাহস পাচ্ছি না, বারবার ইচ্ছে হচ্ছে ঘাড় না ঘুরিয়েই ট্রেনের ফ্লোরে সিটের নিচে ঢুকে যাই, এখনই কিছু একটা এসে পড়বে। এসব ভাবতে ভাবতেই আবারও ঘুমিয়ে পড়ি, ঘুম ভাঙ্গলে আধো আলো আধো অন্ধকার দেখেই আমি সশব্দে ফজরের আযান দেওয়া শুরু করি, তখন বগিভর্তি মানুষ। আমার মনে পড়ে যে মাত্র ঘুম থেকে উঠলাম, ওযু তো নেই, তারপর আবার মনে আসে অযু ছাড়াও আযান দিয়ে দেয়া যাবে। মানুষের নামাজ পড়াটা জরুরী। পুরো আজানই সশব্দে দেই, আসসালাতু খইরাম মিনান নাওম পর্যন্ত আজান মনে আছে। এরপর অন্যএকদিন আমি কোনো এক হিন্দু বন্ধুকে বলি- নিউমার্কেট ট্রেনে যাওয়া যায় আগে জানতামই না। বুঝছস, সময় একটু বেশি লাগলেও টাকা কম খরচ হয়, সাথে যাত্রাপথটাও অসাধারণ।
এরপর আর কিছু দেখেছি বলে মনে পড়ছে না।
২. আরেকটি প্রশ্ন হলো, অযু থাকাবস্থায় অথবা কোনো অঙ্গ ইতোমধ্যে ভেজা এমতাবস্থায় অযু করলে কোনোভাবে ভেজালেই হবে নাকি শুকনো অবস্থার মতোই অযুর অঙ্গের সবগুলো অংশ ভালোভাবে ভেজাতে হবে?
জাজাকাল্লাহু খইরান