ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত
عن ابن عباس رضي الله عنهما قال : " قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ: ( مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ، فَفِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ)
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী ফলে দু’ ও তিন বছরের মেয়াদি সালাম ব্যবসা করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি সালাম ব্যবসা করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট মেয়াদে সালাম করে।(সহীহ বোখারী-২২৪০,সহীহ মুসলিম-৪২০২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ইট উৎপাদনের পূর্বে মালিকগণ একটি নির্দিষ্ট মূল্যে বিনিয়োগকারীর নিকট ইট অগ্রিম বিক্রি করে দেয়। এবং ইট উৎপাদনের পর তা বিনিয়োগকারীকে দিয়ে দেয়। এই ধরণের ক্রয়-বিক্রয় জায়েয। এটার নাম বয়ে সালাম। তবে শর্ত হল, বিনিয়োগ কারী কখন মাল পাবে, কি ধরণের মাল পাবে, কতটুকু পাবে, সবকিছু পূর্বেই সুনির্ধারিত থাকতে হবে।
(২) ইট উৎপাদনের পূর্বে মালিকগণ একটি নির্দিষ্ট মূল্যে বিনিয়োগকারীর নিকট ইট অগ্রিম বিক্রি করে দেয়। এবং ইট উৎপাদনের পর তা বিনিয়োগকারী হতে কিছু বেশী মূল্যে উৎপাদনকারী পুনরায় ক্রয় করে থাকে। এই পদ্ধতি জায়েয হবে না।
(৩) ইট উৎপাদনের পূর্বে মালিকগণ একটি নির্দিষ্ট মূল্যে বিনিয়োগকারীর নিকট ইট অগ্রিম বিক্রি করে দেয়। এবং ইট উৎপাদনের পর বিনিয়োগকারীর নিকট যেহেতু এই ইটের প্রয়োজন নেই, তাই ইট ভাটার মালিক তা অন্যত্র বেশী মূল্যে বিক্রি করে থাকে এতে যে পরিমাণ লাভ হয়, মালিক এবং বিনিয়োগকারী ৫০/৫০ ভাগ করে নেয়। এই পদ্ধতি জায়েয হবে।
(৪) ইট উৎপাদনের পূর্বে মালিকগণ একটি নির্দিষ্ট মূল্যে বিনিয়োগকারীর নিকট ইট অগ্রিম বিক্রি করে দেয়। এবং ইট উৎপাদনের পর বিনিয়োগকারীর নিকট যেহেতু এই ইটের প্রয়োজন নেই, তাই ইট ভাটার মালিক তা অন্যত্র বেশী মূল্যে বিক্রি করে থাকে, এতে যে পরিমাণ লাভ হয়, তা হতে মালিক একটি নির্দিষ্ট পরিমাণ ম্যানেজমেন্ট খরচ রেখে বাকিটা বিনিয়োগকারীকে দিয়ে দেয়। এই পদ্ধতিও জায়েয হবে।
(৫) উল্লেখিত ০৪ টি পদ্বতির জন্য লিখিত চুক্তি জরুরী নয়, তবে সবকিছু সুনির্ধারিত থাকতে হবে,চায় মৌখিকও হোক না কেন।