ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ক্রেতার হাবভাব দেখে নির্ধারণ করা যায় না যে, সে কি হারাম ত্বরিকায় ব্যবহার করবে, না হালাল ত্বরিকায় ব্যবহার করবে, তাহলে এমতাবস্থায় ঐ ক্রেতার নিকট বিক্রয় না করাই উচিৎ।
তবে বিক্রয় করে নিলে ক্রেতা যদি কোনো গোনাহের কাজে ব্যবহার করে, তাহলে এর গোনাহ শুধুমাত্র ক্রেতারই হবে।বিক্রেতার এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)