ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢
এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]
সম্মান প্রদর্শন একটা আপেক্ষিক বিষয়;
আমরা জানি-এক জায়গায় কোনো একটা কাজকে সম্মান বলা হলেও ভিন্ন জায়গায় ঐ কাজকে অসম্মানের মনে করা হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই সমাজে কোরআনকে হাটুর নিচে রাখা অসম্মানজনক মনে করে, সেই সমাজে কুরআনকে হাটুর নিচে রাখা জায়েয হবে না।তবে যেই সমাজে হাটুর নিচে কুরআন রাখাকে অসম্মান মনে করা হবে না,সেই সমাজে হাটুর নিচে কুরআন রাখা যাবে।
বিঃদ্রঃ
আপনার প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে কমেন্টে স্পষ্ট করে উল্লেখ করবেন।