১. যাদুর প্রভাব রয়েছে,তা কোরআন এর বিভিন্ন আয়াত, হাদীসের ঘটনা, থেকে জানতে পারি, কিন্তু আজকে আলিয়া মাদ্রাসার নবম-দশম শ্রেনীর কোরআন মাজীদ ও তাজবীদ বইয়ে লেখা দেখলাম "যাদু এক প্রকার শয়তানি কারসাজি, অধিকাংশ ক্ষেত্রে শয়তানকে তাজিম করে কুফরির মাধ্যম তা করা হয়ে থাকে। তাই যাদুর ক্ষমতাকে বিশ্বাস করা কুফরি"এখন আমি জানতে চাই যাদুর ক্ষমতায় কিরকম বিশ্বাস কুফরি?
২. যাদুর প্রভাব রয়েছে, এই প্রভাব কে যদি কেও ক্ষমতা ভেবে বিশ্বাস করে,যে যাদুর ক্ষমতা আছে (মূলত প্রভাব), বা বলে প্রভাব বুঝানোর জন্য বলে যাদুর ক্ষমতা আছে তবে কি কুফরি হবে?
৩. নামাজে রাকাত সংখ্যা, বা ওয়াজিব নিয়ে মাঝেমধ্যে সন্দেহ হয়, বেশি অংশ পড়েছি বলেই মনে হয়, তখন যদি আমি এসব পাত্তা না দিয়ে,রাকাত সংখ্যা, বা অন্য রুকন ঠিক ভাবে আদায় করেছি ধরে যদি নামাজ পরি, এবং শাহু সিজদা ও না দেই,তবে কি নামাজ হবে?
৪. "দিনের বেলা, মানে ফজররে পর থেকে যে সকল স্বপ্ন দেখি এইসকল স্বপ্নের ব্যাখা সত্য হয় না, বা ব্যাখা জানার প্রয়োজন হয় না, " স্বপ্ন সম্পর্কে এই বক্তব্য কি সঠিক?
৫. অনিচ্ছা স্বত্তে ভুল করে কুফরি লেখা লিখে ফেললে কি ইামনে সমস্যা হয়?
৬. একজম মানুষের মনে হঠাৎ চলে আসে এই ম্যাসেজ পাঠালে তার বউ তিন তা** হয়ে যাবে, আর তখন যে যদি মাথা নাড়িয়ে ফেলে তখন কি ওই ম্যাসেজ পাঠানোর দ্বারা তার বিবাহে সমস্যা হবে?
৭. শায়েখ ওলি ওল্লাহ সাহেব, আমরা আপনার থেকে অনেক ফতোয়া জানি, কিন্তু আপনার পরিচয় জানি না, সংক্ষেপে যদি আপনি আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্টান এবং আপনার বর্তমান কর্মস্থল সম্পর্কে কিছু তথ্য দিতেন, আমরা আপনার পরিচয় পেতাম,
এটা আপনার ব্যক্তিগত বিষয়,আপনার ইচ্ছে হলে জানাবেন, আমি ইচ্ছুক জানতে, জাজাকাল্লাহ শায়েখ।