আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
উস্তাদ,আমার প্রশ্ন ছিলো -
১) কারো বন্ধু যদি ব্যাংকে জব করে, আর পরিস্থিতির কারণে এমন হয় ঐ বন্ধু চা বা কিছু খাওয়ালো, তখন ওটা খাওয়া কি হালাল হবে?
অথবা, যদি এমন হয়, ঐ বন্ধুর বাসায় যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে ওই দাওয়াতে যাওয়া যাবে?
২)হারাম হলে, কিভাবে পাশ কাটিয়ে নেওয়া যেতে পারে??
৩)যদি এমন কখনো হয়, ওই বন্ধুর কোনো একটা দরকারে একজনের সাথে সাক্ষাৎ করতে গেলো, তখন কোনো রেস্টুরেন্টে বসে মিটিং করলো কিছু খাবার ও খেলো, বিল ও দিল ঐ বন্ধু ই। এ খাবার খাওয়া কি হালাল হবে??
৪) মেয়েদের টাখনুর নিচে এবং ছেলেদের টাখনুর উপর কাপড় পড়ার যে বিধান রয়েছে; মেয়েদের ক্ষেত্রে যদি ঘরের ভেতর ওরকম বেখেয়ালি ভাবে কাজ করা হয়, নামায ব্যতীত কাপড় টাখনুর উপরেই থেকে যায় তাহলে কি গুনাহ্ হবে?? উল্লেখ্য, ঘরে কোনো নন মাহরাম নেই।
৫) মেয়েদের চুল উটের কুজের মতো করে বাঁধতে মানা, সেটা কি বাহিরে বের হওয়ার ক্ষেত্রে নাকি ঘরেও বাধা যাবে না?? ঘরের ভেতর থাকাবস্থায় যদি চুলের খোঁপা উপরে করে বাধা হয়, কোনো উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ কারো অনুকরণ বা, কাওকে আকর্ষিত করার উদ্দেশে ও নয়, তাহলেও কি গুনাহ্ হবে? এক্ষেত্রেও উল্লেখ্য যে, ঘরে কোনো নন মাহরাম নেই।
উস্তাদ,উত্তর গুলো দিলে মুনাসিব হয় ইং শা আল্লাহ্.