আসসালামু আলাইকুম,
আমরা অফিসে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে অফিস চলাকালীন সময়ে ২ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। স্থান সংকুলানের অভাবে একের অধিক জামাত হয়। অফিসে কোন নির্দিষ্ট ইমাম/ মুয়াজ্জিন নেই। তবে প্রথম জামাতের জন্য কলিগদের মধ্যে একজন নির্দিষ্ট আছেন যিনি সাধারণত ইমামতি করেন। তিনি ছুটিতে থাকলে অন্য কেউ করেন ইমাম হবার শর্ত মেনে ইমামতি করেন।
এমতাবস্থায় আমার জানার বিষয় হচ্ছেঃ
১/ আমাদের জামাতে নামাজ আদায় সঠিকভাবে হয় কিনা অতবা এর থেকে উত্তম কোন পন্থা রয়েছ কিনা?
২/ ২য় জামাতে ইকামত আবশয়কীয় কিনা?