আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।
★কেউ যদি এমন কোনো চাকরি করে যেখানে নির্দিষ্ট বেতন ছাড়াও বারতি ইনকাম হবে,,,,,,তাহলে কি ওই বারতি ইনকাম করাটা জায়েজ হবে?
বিস্তারিত,,,,,,,,,Inport যেখানে করা হয়(অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে মালামাল আনা হয়)সেখানে যদি আমি একটা চাকরি করি এবং নির্ধারিত বেতন দেওয়া হয়, ওই বেতনের পাশা পাশি বারতি টাকা ইনকাম(ট্রাকের ইনপুট থেকে বাইরে বের হওয়ার জন্য যেমন,,কয়েকটা ট্রাক সিরিয়ালে আছে যেগুলো একটা আরেকটার পরে বের হবে, এখন আমি যদি যে ট্রাকটা প্রথমে বের হওয়ার কথা ছিল সে ট্রাককে প্রথমে বের না করে যেটা সবার শেষে বের হওয়ার কথা ছিল সেটা যদি টাকার বিনিময়ে প্রথমে বের করি) জায়েজ হবে নাকি?
সবার শেষে যে ট্রাকটা বের হওয়ার কথা ছিল সেই ট্রাকের ড্রাইভার যদি আমাকে কিছু টাকা দেয় আর বলে যে, আমার ট্রাকটা একটু আগে বের করার ব্যবস্তা করে দাও,তাহলে কি আমি ওই শেষে বের হওয়া ট্রাকটাকে প্রথমে বের করলে কি আমার টাকাটা হালাল হবে নাকি হারাম?
২/ইনপোর্টে বিভিন্ন মালামালের গাড়ি আশে, অনেকেই অনেক মালামাল নিজেদের বাড়িতে নিয়ে যায়,এইভাবে মালামাল নেওয়া কি জায়েজ হবে?
৩জদি ইনপোর্টের মেনেজার বা বড় কোনো অফিসারকে বলে আনা হয় তাহলে কি সেটা জায়েজ হবে?