স্বপ্নে দাত পড়া দেখা সম্পর্কে 'জামিউ তাফসিরিল আহলাম' কিতাবে বলা হয়,
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﻧﻘﺼﺖ ﻓَﻠَﻴْﺲَ ﺫَﻟِﻚ ﺑﻤﺤﻤﻮﺩ
যদি কেউ স্বপ্নে দেখে যে,তার দাত কমে গেছে,তাহলে এমন স্বপ্ন তার জন্য শুভনীয় নয়।
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺟَﻤِﻴﻊ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﺳَﻘَﻄﺖ ﻭَﺫَﻫَﺒﺖ ﻓَﻬُﻮَ ﻋﻠﻰ ﺧَﻤْﺴَﺔ ﺃﻭﺟﻪ ﻣﻮﺕ ﺟَﻤِﻴﻊ ﺃَﻗَﺎﺭﺑﻪ ﻭَﻃﻮﻝ ﻋﻤﺮﻩ ﻭَﺫَﻫَﺎﺏ ﻣَﺎﻟﻪ ﻭﻋﻴﺸﻪ ﻭَﺩﻳﻨﻪ
আর যদি কেউ স্বপ্নে দেখে যে তার সমস্ত দাত পড়ে গেছে তাহলে তার পাচঁটি ব্যাখা হতে পারে,
(১)তার সমস্ত ফ্যামিলি মারা পড়বে।
(২)তার হায়াত লম্বা হবে।
(৩)তার সম্পত্তি চলে যাবে
(৪)তার সুখশান্তি চলে যাবে
(৫)তার দ্বীন ধর্মে ভাটা পড়বে।
জামিউ তাফসিরিল আহলাম-১/৮৭
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এখন আপনার করণীয় হল,
ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলুন।
স্বপ্নের কথা কাউকে বলবেননা।
বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করুন এবং কিছুটা দান-সদকাহ করুন।কেননা হাদীসে এসেছে....
হযরত কা'ব ইবনে উজরাহ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻋﺠﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻭﺍﻟﺼﺪﻗﺔُ ﺗُﻄْﻔِﺊُ ﺍﻟﺨﻄﻴﺌﺔ ﻛﻤﺎ ﻳُﻄْﻔِﺊُ ﺍﻟﻤﺎﺀُ ﺍﻟﻨﺎﺭَ ) ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 614 )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম আমাকে বলেছেন,সদকাহ ভূলভ্রান্তিকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। (তিরমিযি-৬১৪)
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন,রাতে ঘুমানো আগে অযু করে পবিত্র কাপড়,পবিত্র বিছানায় তিন কুল পড়ে শরীরে ফুক দিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন।