আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
228 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১নং স্বপ্নঃ  আজ স্বপ্নে দেখলাম, আমার সামনে নিচের সব দাঁত পরে গিয়েছে। এবং ভিতরেরও কিছু দাঁত নরছে ও ব্যথা করছে। যেকোন সময় পরে যাবে। আমার খুব কষ্ট হচ্ছিল। ব্যথা করছে আবার আমি কথাও বলতে পারছি না।
এটা বার বার মনে পরছিল যে, যখন কেউ আল্লাহকে পাওয়ার চেষ্টা করে তখন সে পরীক্ষার মুখামুখি হয়। আর আমাকে আল্লাহ পরীক্ষা করছেন।
এরপর দেখলাম সবাইকে আমি আমার দাঁতের কথা বলছি। তারপর ঘুম ভেঙ্গে গিয়েছিল।
২নং স্বপ্নঃ কাল অথবা পরশু হবে দেখেছি, আমি, আমার বড় ভাই, আম্মা আমরা ৩ জন অদৃশ্য কিছুর সাথে লড়াই করছি।
এই অদৃশ্য কিছু মনে হচ্ছিল জ্বিন। আমি আমাদের স্পষ্ট দেখছিলাম তবে এই অদৃশ্য কিছুকে দেখিনি।
আমরা লড়াই করতে করতে একপর্যায়ে আমি, আমার ভাই মরে যাই। শুধু আম্মা বেঁচে ছিলেন। তবে ওই অদৃশ্য জ্বিন তা বুঝেনি।আমার আম্মা ওদের লুকিয়ে দেখছিলেন এমন সময় আমার এলার্ম বেজে উঠে এবং আমি জেগে যাই।
সবচেয়ে অভাব করা বিষয় ছিল, আমি ঘুম থেকে উঠার পর বুঝতেছিলাম আমি কারো সাথে যুদ্ধ করে ক্লান্ত। আমার শরীর ঘেমে গিয়েছিল। এবং আমার মধ্যে ভয় কাজ করছিল। সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করি এবং ভয়ের স্বপ্ন দেখলে যা করতে হয় তা যতটুকু মনে ছিল তা করি৷
বিঃদ্রঃ ২য় স্বপ্নে আমি রাতের আমল করে ঘুমিয়ে ছিলাম। এবং ১ম স্বপ্ন আমি সকাল ৮ঃ৩০/৯ঃ০০ টায় ঘুমিয়েছিলাম তখন দেখি।

এবং আমার যাদুর সমস্যা ছিল তবে তা এখন আর নেই হয়ত। কারণ নিয়মিত এখন আমল করছি।
তাই জ্বিন কিভাবে হবে সেটা বুঝতে পারছি না।
অদৃশ্য কিছু দেখেছি তাই আমার মনে হচ্ছিল জ্বিন। আল্লাহ ভালো জানেন।
জাযাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
https://ifatwa.info/24164/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
স্বপ্নে দাত পড়া দেখা সম্পর্কে 'জামিউ তাফসিরিল আহলাম' কিতাবে বলা হয়,
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﻧﻘﺼﺖ ﻓَﻠَﻴْﺲَ ﺫَﻟِﻚ ﺑﻤﺤﻤﻮﺩ
যদি কেউ স্বপ্নে দেখে যে,তার দাত কমে গেছে,তাহলে এমন স্বপ্ন তার জন্য শুভনীয় নয়।
ﻭَﻣﻦ ﺭﺃﻯ ﺃَﻥ ﺟَﻤِﻴﻊ ﺃَﺳْﻨَﺎﻧﻪ ﺳَﻘَﻄﺖ ﻭَﺫَﻫَﺒﺖ ﻓَﻬُﻮَ ﻋﻠﻰ ﺧَﻤْﺴَﺔ ﺃﻭﺟﻪ ﻣﻮﺕ ﺟَﻤِﻴﻊ ﺃَﻗَﺎﺭﺑﻪ ﻭَﻃﻮﻝ ﻋﻤﺮﻩ ﻭَﺫَﻫَﺎﺏ ﻣَﺎﻟﻪ ﻭﻋﻴﺸﻪ ﻭَﺩﻳﻨﻪ
আর যদি কেউ স্বপ্নে দেখে যে তার সমস্ত দাত পড়ে গেছে তাহলে তার পাচঁটি ব্যাখা হতে পারে,
(১)তার সমস্ত ফ্যামিলি মারা পড়বে।
(২)তার হায়াত লম্বা হবে।
(৩)তার সম্পত্তি চলে যাবে
(৪)তার সুখশান্তি চলে যাবে
(৫)তার দ্বীন ধর্মে ভাটা পড়বে।
জামিউ তাফসিরিল আহলাম-১/৮৭

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এখন আপনার করণীয় হল,
ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলুন।
স্বপ্নের কথা কাউকে বলবেননা।
বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করুন এবং কিছুটা দান-সদকাহ করুন।কেননা হাদীসে এসেছে....
হযরত কা'ব ইবনে উজরাহ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻋﺠﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻭﺍﻟﺼﺪﻗﺔُ ﺗُﻄْﻔِﺊُ ﺍﻟﺨﻄﻴﺌﺔ ﻛﻤﺎ ﻳُﻄْﻔِﺊُ ﺍﻟﻤﺎﺀُ ﺍﻟﻨﺎﺭَ ) ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 614 )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম আমাকে বলেছেন,সদকাহ ভূলভ্রান্তিকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। (তিরমিযি-৬১৪)

(০২)
এটি ভয়ানক স্বপ্নের অন্তর্ভুক্ত। 
আপনি এ স্বপ্নের কথা কাউকে বলবেননা। 
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন,রাতে ঘুমানো আগে অযু করে পবিত্র কাপড়,পবিত্র বিছানায় তিন কুল পড়ে শরীরে ফুক দিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন।
একাকী ও পূর্ণ অন্ধকার রুমে না ঘুমানোর চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...