১।কোন কাপড় যদি ধুয়ে তুলে রাখা হয় এবং তা যদি ৪০ দিন ব্যবহার না করা হয় তাহলে নাকি তা নাপাক হয়ে যায়?এই কথার কোন সত্যতা আছে?
২। একজন মানসিক ভাবে অসুস্থ ব্যক্তি তার কাছের একজনের কাপড় নিয়ে মানসিক সমস্যায় ভুগতেছিলো তাই তাকে বল্লো তার নির্দিষ্ট কিছু কাপড় গুলা সব সাদাকা করে দিতে।ওই মুহুর্তে তাকে সুস্থ করতে সে ব্যক্তি বললো যে হ্যাঁ, সাদাকা করে দিবে।সে দিতেও চাইছিলো।কিন্তু ডক্টর সেই রোগীর সিচুয়েশন দেখে বললো যে ওই কাপড় গুলাই আগামী ৩/৪ মাস পড়তে,নতুন কোন কাপড় যেন তার সামনে বের না করা হয়।
৩/৪ মাস পড়ার পরে ওই কাপড় আর সাদাকা করার অবস্থায় থাকবে না।এই সাদাকা না করার কারণে কি গুনাহ হবে?বা কোন কাফফারা দিতে হবে?