ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ সবকিছুর খালিক ও মালিক,জগতের সব কিছু উনার হুকুমেই সংগঠিত হয়,তাবিজ বা ঔষধের অদ্য কোনো ক্ষমতা নেই। এমন আক্বিদা পোষণ করে জায়েয ও বৈধ কালামের মাধ্যমে চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ ব্যবহার বৈধ আছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং আকিদা বিশুদ্ধ তথা শে'ফা দানকারী একমাত্র আল্লাহ তা'আলা এমন আকিদা বিশ্বাস রেখে স্বপ্নে পাওয়া জিনিষ দ্বারাও তাবিজ ব্যবহার করা যাবে। তবে আকিদা বিশুদ্ধ না থাকলে, চিকিৎসা গ্রহণ জায়েয জায়েয হবে না।
শিরক কেবলমাত্র তখনই হবে, যখন মনে করা হবে যে, ঐসব জিনিষের মধ্যেই শেফা রয়েছে,এতে আল্লাহর কোনো কর্তত্ব নেই।