আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বা রকাতুহু। শেইখ একটু দ্রুত জানালে ভালো হত।

১/ আমি মূলত ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রপ্সতুতি নিতে থাকি কিন্তু মেডিকেল পরীক্ষা সামনে চলে আসায় হঠাত মেডিকেল প্রস্তুতি নেবার ইচ্ছা জাগে( দুইটার প্রস্তুতি ভিন্ন এবং একসাথে নেওয়া সম্ভব না) কিন্তু এতে খুব দ্বিধা দ্বন্দে থাকি এবং খুব দুশ্চিন্তা করি। তো আমি আল্লাহ এর কাছে সাহাজ্য কামনা করতে থাকি তবে আল্লাহ এর কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুয়া করি নি। কিন্তু মনে মনে আশা করতাম একটা ফয়সালা হলে ভালো হত(মেডিকেল প্রস্তুতি নেওয়া ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং টাই করব নাকি আপাতত মেডিকেল প্রস্তুতি নিতে থাকব)। তো গতকাল স্বপ্ন দেখি যে আমি হন্য তন্য হয়ে বিভিন্ন দোকানে মেডিকেল প্রস্তুতি সহায়ক একটি বিশেষ বই খুজছি কিন্তু পাচ্ছি না। শেষ এ পেয়েছি না পাই নি মনে নেই। এই স্বপ্ন কি দুশ্চিন্তা থেকে নাকি এর কোনো অর্থ রয়েছে?

২/ ইস্তেখারা এর দুয়া বাংলায় করা যাবে কি সাধারন দুয়ার মত?

৩/ যদি আমার প্রস্তুতি  ভাল না থাকে সে ক্ষেত্রেও কি আল্লাহ এর কাছে দুয়া করা যাবে চান্স পাবার আশা নিয়ে?

জাযাকাল্লাহু খইরন

1 Answer

0 votes
by (583,110 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) আপনার স্বপ্ন বৃত্তান্ত থেকে মনে হচ্ছে যে, আপনার জন্য ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটাই ভালো হবে। 
(২) ইস্তেখারার দু'আ বাংলাতে করা যাবে।

(৩) প্রস্তুতি ভালো না থাকলেও আল্লাহর কাছে সাহায্য চেয়ে দু'আ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,110 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...