আসসালামু আলাইকুম।
ব্যাচেলর বাসা ভাড়ার ক্ষেত্রে অর্থাৎ মেসে কোনো ভাড়াটিয়া উঠতে চাইলে কিছু কিছু মেস পরিচালক প্রথম মাসে নির্ধারিত ভাড়ার বাইরে কয়েকশ টাকা বাড়তি নিয়ে থাকে সার্ভিস ফি হিসেবে।কেননা বাসা গুছানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গ্যাসের চুলা, লাইট, থালা বাসন ইত্যাদি তারা আগে থেকেই নিজ টাকায় কিনে।কিন্তু এভাবে সার্ভিস ফি নিতে নিতে দেখা যায়,জিনিসপত্র কিনতে যে টাকা খরচ হয়েছিল, তা উসুল তো হয়ই,বরং আরো বেশিও হয়।
প্রশ্ন হচ্ছে,
১.এই সার্ভিস ফি নেওয়া কি জায়েজ?
২.যদি জায়েজ হয়,টাকা উসুল হওয়ার পরও কি নেওয়া জায়েজ?
৩. সংশ্লিষ্ট লেনদেনের বিষয়টি কি ব্যবসার সাথে তুলনা করা যায়?