আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ উস্তাদ।
আমার একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি যথেষ্ট দ্বীনদার, খোঁজ খবর নিয়ে দেখা হয়েছে তার আচার-আচরণ এবং চরিত্রও বেশ ভালো। জীবনটা সুন্নতিভাবে আল্লাহর রাস্তায় পার করতে চান, যেটা আমার ইচ্ছার সাথেও মিলে যায়।
কিন্তু একটা বিষয়ে আমরা বেশ চিন্তিত। তাদের ফিনানশিয়াল অবস্থা আমাদের থেকে বেশ নিচে। উনি একটা ছোটখাটো জব করেন, যার ইনকামের হাফ বাসায় দিয়ে দেওয়া লাগে বাবা মার দেখভাল আর বাসা ভাড়ার জন্য। বাসায় দেওয়ার পর তার হাতে যেই পরিমাণ টাকা থাকে তা খুবই নগন্য। উনি আমাকে ডিটেইলসেই সব বলেছেন। যাতে আমি সব বুঝে শুনে ডিসিশন নিতে পারি। উনি আমাকে সরাসরি এভাবেও বলেছেন যে, আমার বাবা আমাকে যেভাবে রেখেছেন উনি ওইভাবে রাখতে পারবেন না। দুনিয়াবি ইচ্ছা চাহিদা পুরণ করতে পারবেন না, কারণ উনার সেরকম এবিলিটি নেই। আমি যেন উনার থেকে হাই এক্সপেকটেশন না রাখি।
উস্তাদ, আমি নিজেও খুব লাক্সারিতে বড় হইনি, কিন্তু আল্লাহর রহমতে কখনো অভাবের মুখও দেখতে হয়নি আমাকে আলহামদুলিল্লাহ। দরকারি জিনিসপত্র যা লাগে কমবেশি সবকিছুর চাহিদাই বাবা মা পুরণ করার চেষ্টা করেছেন সবসময়। এমতো অবস্থায় আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আজকাল এমনিতেই প্রকৃত দ্বীনদার ছেলে পাওয়া যায় না। উনার সবকিছু আমার ভালো লাগলেও ফিনানশিয়াল ব্যাপারটা মিলছে না। আমার ফ্যামিলিও এই কারণে আগাতে চাচ্ছে না এখানে। তারা একদমই নারাজ। আমি শুধুমাত্র দ্বীনের কথা ভেবে জোর করলে হয়তো ফ্যামিলি না চাইতেও বিয়ে দিবে। তবে এক্ষেত্রে আমার কি জোর করা উচিত?
এই প্রসঙ্গে আমার একটি হাদিসের কথা মাথায় আসে, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে লোকের দীনদারী ও নৈতিক চরিত্র দ্বারা সন্তুষ্ট আছ, তোমাদের নিকট যদি সে বিয়ের প্রস্তাব দেয়, তবে তার সাথে (তোমাদের পাত্রীর) বিয়ে দাও। তা না করলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে।" আবার সুরা কাহাফের ওই আয়াতটার কথাও মাথায় আসে, "আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন তাদেরই সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় ডাকে তাদের রবকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশে এবং আপনি দুনিয়ার জীবনের শোভা কামনা করে তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না।" [১৮:২৮]
কিন্তু আবার কুফু মিলানোর ব্যাপারেও অনেক লিখা দেখেছি। আমি বিভিন্ন ইসলামিক গ্রুপে কিছু আপুর পোস্টও দেখেছি, শুধুমাত্র দ্বীনদার দেখে বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর খাপ খাওয়াতে পারছেন না। এসব দেখে খুব চিন্তায় আছি, ইস্তেখারাও করছি, কিন্তু বুঝতে পারছি না কি ডিসিশন নেওয়া উচিত। প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমাকে এই ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ।