আসসালামু'আলাইকুম উস্তায।
প্রশ্নটা বিরক্তিকর বা অহেতুক লাগতে পারে।তবে জানা না থাকায় সমস্যা হচ্ছে আমার।
লজ্জাস্থানের সামনের অংশে যোনির একটু ওপরে চামড়ার ভিতরে কেমন ময়লার মতো এসে থাকে। সাধারণ অবস্থায় চামড়া দিয়ে আবৃত থাকে, ইস্তিঞ্জা করতে উন্মুক্ত হয়। এমনিতে কাপড়ে লাগে না তবে টিস্যু ভিতরে ঢুকিয়ে দিয়ে মুছতে গেলে পাই। এটা খেয়াল করছি হায়েয শেষ হওয়ার পরপরই কিছুদিন, দেখতেও একদমই ক্ষুদ্র লালচে বা কালো বিন্দুকণার মতো। সমস্যা হলো ওযু করে নামাজ পড়ার পর মাঝে মাঝে এক দুইটা কণার মতো কালো ময়লার মতো বের হয়ে লাগতে দেখি কাপড়ে। মনে হচ্ছে ওই স্থানের ময়লার মতো যা দেখি, ওগুলোই বের হয়। তবে বুঝি না যে ওগুলো একা একাই বের হয়,ওযু কি ভেঙে যায়, নাকি সিজদার সময়ে লজ্জাস্থান যেহেতু অনেকটা উন্মুক্তের মতো হয়, তখন ওই স্থানের কাপড় সেখানে স্পর্শ লাগে আর তাই কাপড়ে সেই ময়লা লেগে যায়।
এখন আমার হুকুম কী হবে? এইরকম তুচ্ছ একটা বিষয় তবে ওযু আসলেও ভাঙ্গে নাকি তাও তো বুঝি না...আবার ওযু করলেও পরে ওই জিনিস আবারও দেখা যেতে পারে। কিন্তু এটা নিয়ে ওযু বারবার করাটাও কষ্ট..