আসসালামু আলাইকুম হুজুর।
১) নামাজরত অবস্থায় কি অন্য কেউ তার সামনে হাত নিয়ে কোন কাজ করতে পারবে? যেমন হেটে যাওয়া ছাড়া এমনিতে চকেটের সুইজ ব্যবহার বা সামনে জায়নামাজ রাখার স্থানে জায়নামাজ রাখা (যেগুলো নামাজরত ব্যক্তির সামনে রয়েছে) এসব করলে কি গুনাহ হবে?
২) দীনদার পাত্রের খোঁজে কি আহলে হাদীস/সালাফি এমন কাউকে নির্বাচন করলে ঈমান-আকীদা নিয়ে সমস্যা হবে? ওরা কি আহলে সুন্মাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত?