ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঘরে বিবাহ যোগ্য মেয়ে থাকা অবস্থায় অভিভাবক মেয়েকে বিয়ে দেওয়ার আগে উমরাহ বা হজ পালন করতে পারবে।এক্ষেত্রে শরীয়তে কোনো বিধিনিষেধ নাই। হ্যা, উপযুক্ত মেয়েকে দেখভাল করার মত কেউ না থাকলে তখন বিয়ে দিয়ে তারপর উমরায় যাওয়াই নিরাপদ।
إذا وجد ما یحج بہ وقد قصد التزوج یحج بہ ولا یتزوج لان الحج فریضة اوجبہا اللہ تعالی علی عبدہ کذا فی التبیین اھ الفتاوی الہندیہ: ۱/۲۱۷، الباب الاول فی تفسیر الحج ۔