ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পাঞ্জাবি/জুব্বাতে যদি এমব্রয়ডারি করে আরবি হরফ লেখা থাকে। প্যাচানো ক্যালিগ্রাফি করে লেখা থাকে, অনেকটা কুরআনের আয়াতের মতো দেখতে লাগে,কিন্তু তা কুরআনের আয়াত নয়,। এরকম পোশাক পরিধান করা জায়েয হলেও পরিধান না করাই উচিৎ। তবে যদি ক্যালিগ্রাফি করে লিখা না থাকে, এবং কুরআনের কোনো আয়াত বা হাদীসের কোনো অংশ না হয়, তাহলে তা জায়েযই হবে।
(২) মেয়েদের কিছু কাপড় পাওয়া যায়, যেগুলোতে বিভিন্ন পশুর গায়ের চামড়ার ডিজাইনের প্রিন্ট থাকে। যেমন টাইগার প্রিন্ট,জেব্রা প্রিন্ট ইত্যাদি। এরকম কাপড়ের পোশাক পড়া জায়েয।বেশ চমকানো হলে পরিধান না করাই উত্তম।