১. আমি সাধারণত আমার ছাত্রকে প্রতিদিন বলে আসি যে পরেরদিন আসবো কীনা। তো আগেরদিন আমি সেটা বলে আসিনি। পরেরদিন ছাত্রের মা আমাকে কল দিয়ে জানতে চায় আজ আসব কীনা? তো আমি ভুল করে বলে ফেলি যে আমি তো বলে এসেছি যে আজ আসব। এটা কি ছাত্রের উপর অপবাদ হবে? (যেহেতু আমি তাকে আসলে বলে আসিনি)
২. আমার বন্ধু তার কোনো পরিচিতজনের নামে গীবত করলো যাকে আমি চিনিনা। এখন আমিও যদি তার কথা শুনে ওই ব্যাক্তির নামে কোনো মন্তব্য করি সেটা কি গীবত হবে?