আসসালামুয়ালাইকুম হুজুর
আমি একজন মেয়ে। আমি যতই চাই কম সময়ে বাথরুম করা শেষ করতে আমি পারি না কারণ হচ্ছে নাপাকি নিয়ে সন্দেহ।২৫: মিনিটের মতো সময় লাগে নরমাল কাজ সারতে আর গোসল করতে ১ ঘন্টা। মূলত সন্দেহ টা হয় যখন বাথরুমের কাজ সারার পর উঠে দাঁড়াই এবং পায়ে পানি ঢালার জন্য নিচে ঝুঁকি তখনই মনে হয় এই বুঝি প্রস্রাব বের হলো! পরে চেক করে যখন দেখি পানিই দেখি আমি আসলে কোনটা আমার ব্যবহার করা পানি আর আসলেই প্রস্রাব বের হয়েছে কিনা বুঝতে পারি না শুধু মনেই হয় যে বের হয়েছে ।এটি শুধু মাত্র পানি ব্যবহারের পর-ই হয়।অন্য কোনো সময় যখন প্রাইভেট পার্ট শুকনো থাকে তখন কখনো এরকম প্রস্রাব বের হয়েছে হয়েছে মনে হয় না বা দেখিও না কখনো। পরে মনের এই প্রস্রাব বের হওয়ার সন্দেহ নিয়েই নামাজ পড়ি, বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করি তাও মনে হয় আসলেই কি ভেজা অবস্থায় যে প্রস্রাব বের হয়েছে হয়েছে মনে হয় ওই সময়গুলোতে কি আসলেই প্রস্রাব বের হয়?আমি কি করবো হুজুর?এই বিষয়টির কারণে নিজেকে সবসময় নাপাক মনে হয়,তাও ওই অবস্থাতেই নামাজ পড়ি।এই বিষয়টি কি নিতান্তই আমার মনের ভুল? ভুল নাকি সত্যি,তা আমি যাচাই - বা করবো কিভাবে?