আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১,আমার পূর্বের প্রশ্ন বুঝেন নি বলেছেন, এখানে আবার ভালভাবে লিখা হল আমি বুঝাতে চাচ্ছি,প্রসাবের যে রাস্তা তার কিছু অংশ ত দ্রিশ্যমান থাকে বাইরে থেকে,সেখানে প্রসাব করার পর ইস্তিঞ্জা ভালভাবে শেষ করার পর সেখানে কিছু প্রসাব দেখা যায়, কিন্তু সেটা কখনো বাইরে আসেনা।যত ঝাকাঝাকিই করা হোক না কেন।আমি যখন প্রশ্ন করেছিলাম আপ্নারা বলেছিলেন এতে অযু নষ্ট হবেনা,প্রসাব বাইরে আস্তে হবে।
এখন আমার প্রশ্ন ধরুন ফরজ গোসলের পূর্বে এভাবে প্রসাব করলাম আর সেই রাস্তার ভেতরে কিছু প্রসাব দেখা যায় যা বের হবেনা কখনৈ।এরপর গোসল করলেত প্রসাবের রাস্তাতেও কিছু পানি যায় গোসলের পানি,।ত সেই গোসলের পানির সাথে আগের দেখা যাওয়া প্রসাব ত মিশে।গোসল শেষে যখন আমরা গা মুছি বা টিস্যু দিয়ে লজ্জাস্থানের পানি মুছি সেই মিশে যাওয়া পানিওত মুছে যায়। এতে গোসলের সমস্যা বা গোসলের অযু নষ্ট হবে কিনা? এটা জানতে চাই।
আর আমি ভাবসিলাম এতে অযু নষ্ট হবেনা কারণ সাহাবারাও নিশ্চয় গোসলের পূর্বে অযু করত আর এমন হত তারা সেটা আমলে নেয়নি
২, ফজরের নামাজ অযু করে দুপুরে খেয়াল করি নখ ত বড় হিয়েছে পায়ের।এটা খুব সাভাবিক সেখানে চামড়া কিছুটা না টেনে ধরলে নখের নিচে পানি যাবেনা। এবং সেখানে ময়লাও ছিল বেশ।তাহলে কি ফজর নামাজ টা কি আবার পড়ব?