ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
কোনো মহিলা যদি কাহারো দাসী হয়,সেক্ষেত্রে সে আহলে কিতাব না হলেও مَا مَلَـكَتۡ اَيۡمَانُكُمۡ ؕ হতে পারে।
তবে বর্তমান যামানায় এমন কোনো দাস দাসী বানানো যাবেনা।
বিস্তারিত জানুনঃ-
(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِکَ وَ بَنٰتِکَ وَ نِسَآءِ الۡمُؤۡمِنِیۡنَ یُدۡنِیۡنَ عَلَیۡہِنَّ مِنۡ جَلَابِیۡبِہِنَّ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَنۡ یُّعۡرَفۡنَ فَلَا یُؤۡذَیۡنَ ؕ وَ کَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۵۹﴾
হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
(সুরা আহযাব ৫৯)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উম্মে ওয়ালাদ এর পর্দার বিধান স্বাধীন নারীর মতো।
তাকে পূর্ণ পর্দা মানতে হবে।
قال شيخ الإسلام ابن تيمية : " وذلك ؛ لأن الْوَلَدَ يَتْبَعُ أَبَاهُ فِي النَّسَبِ وَالْوَلَاءِ ، وَيَتْبَعُ أُمَّهُ فِي الْحُرِّيَّةِ وَالرِّقِّ " انتهى من "مجموع الفتاوى" لابن تيمية (31 /376).
সারমর্মঃ-
সন্তান বংশ পরিচয়ের ক্ষেত্রে বাবার অনুগত, আর তার মা (উম্মে ওয়ালাদ) মালিকের অনুগত আযাদিয়াতের ক্ষেত্রে এবং গোলামিয়াতের ক্ষেত্রে।
ইসলামী স্কলারগন বলেছেনঃ-
هي التي تسمى أم الولد، وحكمها حكم الحرة في الستر، في ستر الرأس والأطراف وفي أحكام الصلاة.
সারমর্মঃ-
সতর এর ক্ষেত্রে উম্মে ওয়ালাদ এর হুকুম আযাদ নারীর মতো। মাথা ঢেকে রাখা,অন্যান্য অঙ্গ ঢেকে রাখা,এবং নামাজের বিধানের ক্ষেত্রে আযাদ নারীর মতো।
(০৩)
কাহারো দাসী ইসলাম গ্রহনের পরেও মালিক তাকে চাইলে নিজের দাসত্বে রাখতে পারবে।
শুধু ইসলাম গ্রহন করলেই আযাদ হয়ে যাবেনা।
(০৪)
উম্মে ওয়ালাদ এর সন্তান মালিকের স্ত্রীর সন্তানের সাথে থাকতে পারবে।
তাদের মাহরামের মাসআলা আর আযাদ সন্তানের মাহরামের মাসয়ালা একই রকম।
উম্মে ওয়ালাদ মালিকের স্ত্রীর সন্তানদের মায়ের মত দেখতে পারবে এবং মালিকের স্ত্রী উম্মে ওয়ালাদ এর সন্তানদের মায়ের মত দেখতে পারবে।
(০৫)
মালিকের স্ত্রীর সন্তানদের উম্মে ওয়ালাদ দুধ খাওয়াতে পারবে।
মালিকের স্ত্রী উম্মে ওয়ালাদ এর সন্তানদের দুধ খাওয়াতে পারবে।
আর এক স্ত্রীর সন্তানকেও আরেক স্ত্রী দুধ দিতে পারবে।