আসসালামু আলাইকুম উস্তায। একজন ফ্রিল্যান্সার,, তার একজন ক্লায়েন্ট এর বিজনেস এর ব্যানার বানিয়ে দিবে। ব্যানারের বিষয়বস্তু হচ্ছে, ক্রিসমাস ডে উপলক্ষে তার প্রোডাক্ট এর উপর ৫০% ছাড়। এই ব্যানার বানানো ছাড়াও সেই ক্লায়েন্ট এর আরো ব্যবসায়িক কাজ, বিজ্ঞাপন প্রভৃতি কাজ করে দিবে। উস্তায,,,,ক্রিস্মাস ডে উপলক্ষে ক্লায়েন্টের জন্য ব্যানার বানিয়ে দেওয়া কি জায়িজ হবে? ইনকাম কি হালাল হবে?