জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
এক্ষেত্রে সেই মহিলা স্বামী কর্তৃক লিখিত বা মৌখিক তালাকের অধিকার প্রাপ্ত হয়ে থাকলে এবং লিখিত বা মৌখিক ভাবে নিজেকে নিজে বা নিজের নফসের উপর তালাক প্রদান করলে তালাক হবে।
তালাকের অধিকার প্রাপ্ত না হলে এই তালাক হবেনা।
নিজেকে নিজে বা নিজের নফসের উপর তালাক প্রদান না করে স্বামীকে তালাক দিলেও এই তালাক হবেনা।
আরো জানুনঃ-
(০২)
উপরোক্ত মাসয়ালা অনুপাতে যদি তালাক হয়ে থাকে,সেক্ষেত্রে তো ইদ্দত পালন আবশ্যক ছিলো।
আর ইদ্দত একটি ওয়াজিব বিধান। এটি লঙ্ঘন করা কবিরা গুনাহ।
সুতরাং আপনার মামার সাথে বিবাহ শুদ্ধ হয়নি।
শরীয়তের বিধান মতে ইদ্দত একটি ওয়াজিব বিধান।
স্বামী যেখানেই থাক, যদি সে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে স্ত্রীর জন্য ইদ্দত পালন করা ওয়াজিব। (ফাতাওয়া উসমানী ২/৪৫১)
ইদ্দত শুরু হয়, তালাক সম্পন্ন হওয়ার পরবর্তী সময় থেকে তিন হায়েয পরিমাণ।
তিন হায়েয শেষ হওয়ার আগে অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয হবে না।
আল্লাহ তাআলা বলেন,
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। (সূরা বাকারা-২২৮)
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ [٢:٢٣٤]
আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা নিলে কোন পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে।
আরো জানুনঃ-
(০৩)
তাদের এ সন্তান অবৈধ।
(০৪)
বিবাহই যেহেতু শুদ্ধ হয়নি,তাই আপনার মামার জন্য করনীয় হলো দ্রুত তার সাথে যাবতীয় সম্পর্ক শেষ করা,কথা বলা বন্ধ করে দেয়া,আপনার মামার বাসায় উক্ত মহিলা থাকলে তাকে নিজ বাসা হতে বের করে দেয়ার ব্যবস্থা করা।
এবং খালেস দিলে মহান আল্লাহর কাছে তওবা করা।