আসসালামু'আলাইকুম। আমাদের বাসার ওয়াশিং মেশিনে প্রায় সবার সবরকম কাপড় ধোয়া হয়। আমি এক্ষেত্রে এরকমভাবে ফাংশন সেট করি যাতে প্রথমে একবার পানি নিয়ে সাবান দিয়ে ধুয়ে পানি বের করে এবং এরপর আরো দুই/তিন/ চারবার পানি নিয়ে নিয়ে কাপড় ধোয় এবং প্রতিবারই পানি বের করে দেয়, এভাবে কয়েকবার ধোয়া শেষে কাপড় নিংড়ায়। নিংড়ায় এমনভাবে যাতে প্রায় শুকনোর মতো হয়ে যায়, অর্থাৎ কোনো পানির ফোটা ঝড়ে পরে না। পবিত্রতা অর্জন এর হুকুম অনুযায়ী তো এতে কাপড় কে পাক হিসেবে ধরে নিতে পারার কথা।
তবে সমস্যা হলো প্রায়ই দেখি কাপড়ে পানি অবশিষ্ট না থাকলেও কাপড়ের গায়ে ছাই রঙের কীসব লেগে থাকে,দেখতে ময়লার মতো তবে হাত দিলেই উঠে যায়, আবার ঘষা লেগে কাপড়ের সাথে মিশেও যায়। আমরা যেহেতু মেশিনে গুঁড়ো সাবান দেই, সেই সাবানই হয়তোবা লেগে থাকতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে মেশিনে যেহেতু অনেক কাপড় একসাথে ঘুরিয়ে পেঁচিয়ে ধোয়,তাই ধোয়ার পরও কাপড় থেকে সাবানের কণা চলে যায়নি বরং লেগে আছে। আবার মেশিনটা প্রায় তিন বছর হলো ব্যবহার করা হচ্ছে, ফলে ভিতরে অজানা ময়লা জমে থাকতে পারে যেটা লেগে যায়।
এখন এই মেশিনে কাপড় ধোয়ার হুকুম কী হবে? লেগে থাকা জিনিসগুলো যেহেতু নাপাক বস্তু হওয়ার বিষয়ে নিশ্চিত না, বরং সাবান বলে মনে হচ্ছে, তাই কাপড়গুলো মেশিনে ধোয়ার পরে আলাদা করে পরিষ্কার করার কি প্রয়োজন আছে? ওই লেগে থাকা জিনিসগুলো সহ কাপড়কে পাক ধরবো নাকি নাপাক?
তরল জাতীয় নাপাক লেগে থাকতে পারে -এমন সন্দেহযুক্ত কাপড় সরাসরি মেশিনে এভাবে ধুয়ে নিলেই তা পাক ধরা যাবে না?