আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
277 views
in পবিত্রতা (Purity) by (10 points)
আসসালামু'আলাইকুম। আমাদের বাসার ওয়াশিং মেশিনে প্রায় সবার সবরকম কাপড় ধোয়া হয়। আমি এক্ষেত্রে এরকমভাবে ফাংশন সেট করি যাতে প্রথমে একবার পানি নিয়ে সাবান দিয়ে ধুয়ে পানি বের করে এবং এরপর আরো দুই/তিন/ চারবার পানি নিয়ে নিয়ে কাপড় ধোয় এবং প্রতিবারই পানি বের করে দেয়, এভাবে কয়েকবার ধোয়া শেষে কাপড় নিংড়ায়। নিংড়ায় এমনভাবে যাতে প্রায় শুকনোর মতো হয়ে যায়, অর্থাৎ কোনো পানির ফোটা ঝড়ে পরে না। পবিত্রতা অর্জন এর হুকুম অনুযায়ী তো এতে কাপড় কে পাক হিসেবে ধরে নিতে পারার কথা।

 তবে সমস্যা হলো প্রায়ই দেখি কাপড়ে পানি অবশিষ্ট না থাকলেও কাপড়ের গায়ে ছাই রঙের কীসব লেগে থাকে,দেখতে ময়লার মতো তবে হাত দিলেই উঠে যায়, আবার ঘষা লেগে কাপড়ের সাথে মিশেও যায়। আমরা যেহেতু মেশিনে গুঁড়ো সাবান দেই, সেই সাবানই হয়তোবা লেগে থাকতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে মেশিনে যেহেতু অনেক কাপড় একসাথে ঘুরিয়ে পেঁচিয়ে ধোয়,তাই ধোয়ার পরও কাপড় থেকে সাবানের কণা চলে যায়নি বরং লেগে আছে। আবার মেশিনটা প্রায় তিন বছর হলো ব্যবহার করা হচ্ছে, ফলে ভিতরে অজানা ময়লা জমে থাকতে পারে যেটা লেগে যায়।
এখন এই মেশিনে কাপড় ধোয়ার হুকুম কী হবে? লেগে থাকা জিনিসগুলো যেহেতু নাপাক বস্তু হওয়ার বিষয়ে নিশ্চিত না, বরং সাবান বলে মনে হচ্ছে, তাই কাপড়গুলো মেশিনে ধোয়ার পরে আলাদা করে পরিষ্কার করার কি প্রয়োজন আছে? ওই লেগে থাকা জিনিসগুলো সহ কাপড়কে পাক ধরবো নাকি নাপাক?

তরল জাতীয় নাপাক লেগে থাকতে পারে -এমন সন্দেহযুক্ত কাপড় সরাসরি মেশিনে এভাবে ধুয়ে নিলেই তা পাক ধরা যাবে না?

1 Answer

0 votes
by (643,650 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির উপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে। 

এর সহজ পদ্ধতি এই যে, কাপড় মেশিনে রেখে পরিমাণ মতো পানি ও সাবান দিয়ে মেশিন চালু করবে। কাপড় ধোয়া হয়ে গেলে সমস্ত পানি ছেড়ে দিবে। অতঃপর আবার নতুন পানি দিয়ে মেশিন চালু করবে এবং ওয়াশ হওয়ার পর পানি ছেড়ে দিবে। এভাবে পরপর তিনবার নতুন পানি দিয়ে কাপড় ধৌত করতে হবে এবং প্রতিবার পানি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। [রদ্দুল মুহতার ১/৩৩০; আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৭১; কিতাবুন নাওয়াযিল ৩/৩৯; ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৮২]

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6688

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাপড় ধৌত করার পূর্বে আপনি যে প্রথমে মেশিনের ভিতরকে ধৌত করেন, সেটা ঠিক আছে। কাপড় ধৌত করার পর কাপড়ের মধ্যে যে কালো জিনিষ দেখা যায়, সতর্কতামূলক কাপড়কে অতিরিক্ত পানি দ্বারা ধৌত করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (643,650 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 381 views
...