আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
আসসালামু 'আলাইকুম
নন-মাহরাম মেয়েদের পোষ্টে রিঅ্যাক্ট দেওয়া কিংবা কমেন্ট করা তো জায়েজ নেই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনাদের থেকে ফতোয়া জিজ্ঞেস করেও সেটা আশ্বস্ত হয়েছি।

এজন্য কেউ এমনটা করলে সেটাকে জায়েজের পর্যায়ে ধরতে পারি  না মন থেকে।
একজন সেলিব্রেটি লেখক ভক্তদের গ্রুপ পোষ্টে রিঅ্যাক্ট দেওয়া(লাভ রিঅ্যাক্ট কিংবা কেয়ার রিঅ্যাক্ট) এবং কমেন্ট করা!! এটা কি জায়েজ?? যতই সেলিব্রেটি হোক না কেন!
মাঝখানে "জাফর বিপি" নামক লেখক,তিনি একজন ডাক্তার,  তার ৬ এর অধিক বই বের হইছে, ইসলামিক বই। তার পেইজের পোষ্টে মেয়েরা কমেন্ট করত, হয়ত তার পেইজের ইনবক্সেও নক দিত। ফলস্বরুপ, ওই লেখক,  বহু মেয়েকে নক দিত, এবং সুলাসা,রুবা'আ তে সে আগ্রহী কিনা কিংবা বিবাহিত কিনা এমন ফালতু বিষয় জিজ্ঞেস করত।  এসবের স্ক্রীনশট মেয়েরাই আবার ভাইরাল করছিলো কয়েকমাস আগে।
যদিও সব লেখক একরকম না।সবাই খারাপ  না।

আরেকটা বিষয় হলো, মেয়েরা যেসব কমেন্ট করে কয়েকজন লেখকের পেইজে, তা দেখলে, সেটা যে ফিতনা তা বলার আর অপেক্ষা রাখে না।
"আমার প্রিয় লেখক *** ভাইয়া",  "আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি স্যার/ভাইয়া" ইত্যাদি ইত্যাদি।
আরেকটা বিষয়, ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই কোনো লেখকের অটোগ্রাফ,বই হাতে পেয়ে, লেখা হাতে পেয়ে এতটা আনন্দিত,এতটা আবেগাপ্লুত হয় যে মনে হয় লেখকের লেখনি পড়তে পাড়া মানে কনফার্ম জান্নাত, মনে হয় যেন জীবন ধন্য।
জীবন তো ধন্য হওয়া উচিত সীরাহ পড়ে, সাহাবীদের জীবনী,ঘটনা পড়ে।জীবন তো ধন্য হওয়া উচিত রসুল(স) এর উপর দরুদ পেশ করার মাধ্যমে।
নন-মাহরাম একজন পুরুষের প্রতি এত ভালো ভালোবাসা এবং এর বহি:প্রকাশ কতটুকু জায়েজ?  সাধারণভাবে তো এসব জায়েজ নেই। সেলিব্রেটি লেখকের ক্ষেত্রে কি আলাদা বিষয়?  এমন তো হওয়ার কথা না।
লেখকের লেখনি অত্যন্ত চমৎকার হতে পারে, সেটা পড়া যেতেই পারে, কিন্তু লেখকের অটোগ্রাফ না পাওয়া মানে জীবন শেষ, আর অটোগ্রাফ পাওয়া মানে জীবন পরিপূর্ণ এমনটা তো হতে পারে না।
কমেন্ট+পোষ্টগুলো দেখলে বোঝা যায় আরও ভালোভাবে।
আরেকটা বিষয়, বিতরে দু'আ কুনুত পড়তে যদি ভুলে যাই এবং এটা যদি ৩য় রাকা'আতে রুকুতে গিয়ে মনে পড়ে তাহলে কি করবো? রুকু থেকে সোজা হয়ে দাড়ানোর পর পড়া যাবে? নাকি শেষে সাহু সিজদা?
আর  শেষ বৈঠকে মনে পড়লে কি করবো?  শুধু সাহু সিজদা?
দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"জীবন তো ধন্য হওয়া উচিত সীরাহ পড়ে, সাহাবীদের জীবনী,ঘটনা পড়ে।জীবন তো ধন্য হওয়া উচিত রসুল(স) এর উপর দরুদ পেশ করার মাধ্যমে।
নন-মাহরাম একজন পুরুষের প্রতি এত ভালো ভালোবাসা এবং এর বহি:প্রকাশ কতটুকু জায়েজ?  সাধারণভাবে তো এসব জায়েজ নেই। সেলিব্রেটি লেখকের ক্ষেত্রে কি আলাদা বিষয়?  এমন তো হওয়ার কথা না।
লেখকের লেখনি অত্যন্ত চমৎকার হতে পারে, সেটা পড়া যেতেই পারে, কিন্তু লেখকের অটোগ্রাফ না পাওয়া মানে জীবন শেষ, আর অটোগ্রাফ পাওয়া মানে জীবন পরিপূর্ণ এমনটা তো হতে পারে না।"

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বক্তব্য গুলো যথার্থই।
কোনো লিখা পড়ে ভালো লাগলে তাকে ধন্যবাদ দেয়া যায় বা তার জন্য দু'আ করা যায়, তবে তার সাথে নির্জনে অযথা আলাপ করা বা তার প্রতি টান অনুভব করা কখনো উচিৎ নয়। কেননা তৃতীয়জন শয়তান তো হরহামেশা-ই উপস্থিত থাকে।

(২)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 348 views
...