আসসালামু 'আলাইকুম
নন-মাহরাম মেয়েদের পোষ্টে রিঅ্যাক্ট দেওয়া কিংবা কমেন্ট করা তো জায়েজ নেই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনাদের থেকে ফতোয়া জিজ্ঞেস করেও সেটা আশ্বস্ত হয়েছি।
এজন্য কেউ এমনটা করলে সেটাকে জায়েজের পর্যায়ে ধরতে পারি না মন থেকে।
একজন সেলিব্রেটি লেখক ভক্তদের গ্রুপ পোষ্টে রিঅ্যাক্ট দেওয়া(লাভ রিঅ্যাক্ট কিংবা কেয়ার রিঅ্যাক্ট) এবং কমেন্ট করা!! এটা কি জায়েজ?? যতই সেলিব্রেটি হোক না কেন!
মাঝখানে "জাফর বিপি" নামক লেখক,তিনি একজন ডাক্তার, তার ৬ এর অধিক বই বের হইছে, ইসলামিক বই। তার পেইজের পোষ্টে মেয়েরা কমেন্ট করত, হয়ত তার পেইজের ইনবক্সেও নক দিত। ফলস্বরুপ, ওই লেখক, বহু মেয়েকে নক দিত, এবং সুলাসা,রুবা'আ তে সে আগ্রহী কিনা কিংবা বিবাহিত কিনা এমন ফালতু বিষয় জিজ্ঞেস করত। এসবের স্ক্রীনশট মেয়েরাই আবার ভাইরাল করছিলো কয়েকমাস আগে।
যদিও সব লেখক একরকম না।সবাই খারাপ না।
আরেকটা বিষয় হলো, মেয়েরা যেসব কমেন্ট করে কয়েকজন লেখকের পেইজে, তা দেখলে, সেটা যে ফিতনা তা বলার আর অপেক্ষা রাখে না।
"আমার প্রিয় লেখক *** ভাইয়া", "আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি স্যার/ভাইয়া" ইত্যাদি ইত্যাদি।
আরেকটা বিষয়, ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই কোনো লেখকের অটোগ্রাফ,বই হাতে পেয়ে, লেখা হাতে পেয়ে এতটা আনন্দিত,এতটা আবেগাপ্লুত হয় যে মনে হয় লেখকের লেখনি পড়তে পাড়া মানে কনফার্ম জান্নাত, মনে হয় যেন জীবন ধন্য।
জীবন তো ধন্য হওয়া উচিত সীরাহ পড়ে, সাহাবীদের জীবনী,ঘটনা পড়ে।জীবন তো ধন্য হওয়া উচিত রসুল(স) এর উপর দরুদ পেশ করার মাধ্যমে।
নন-মাহরাম একজন পুরুষের প্রতি এত ভালো ভালোবাসা এবং এর বহি:প্রকাশ কতটুকু জায়েজ? সাধারণভাবে তো এসব জায়েজ নেই। সেলিব্রেটি লেখকের ক্ষেত্রে কি আলাদা বিষয়? এমন তো হওয়ার কথা না।
লেখকের লেখনি অত্যন্ত চমৎকার হতে পারে, সেটা পড়া যেতেই পারে, কিন্তু লেখকের অটোগ্রাফ না পাওয়া মানে জীবন শেষ, আর অটোগ্রাফ পাওয়া মানে জীবন পরিপূর্ণ এমনটা তো হতে পারে না।
কমেন্ট+পোষ্টগুলো দেখলে বোঝা যায় আরও ভালোভাবে।
আরেকটা বিষয়, বিতরে দু'আ কুনুত পড়তে যদি ভুলে যাই এবং এটা যদি ৩য় রাকা'আতে রুকুতে গিয়ে মনে পড়ে তাহলে কি করবো? রুকু থেকে সোজা হয়ে দাড়ানোর পর পড়া যাবে? নাকি শেষে সাহু সিজদা?
আর শেষ বৈঠকে মনে পড়লে কি করবো? শুধু সাহু সিজদা?
দয়া করে জানাবেন।