ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
( ১)
স্বামী যদি বলে ""বউ হারাম " কোন তালাকের নিয়ত উদ্দেশ্য ছাড়া, তাহলে তালাক হবেনা। কেননা কেনায়া বাক্যে নিয়ত বা উদ্দেশ্য ছাড়া তালাক হয় না।
(২)
যদি ""বউ হারাম"" কথাটা তার বউ কে উদ্দেশ্য বা ইন্গিত করে নয় বা বউ বলতে তার বউ ও না,,এবং এখানে নিষিদ্ধ বা তালাক এইরকম কিছু ও মাথায় না আসে শুধুমাত্র কথার কথা একটা বাক্য বলে নিজে নিজে যেমন" বউ হারাম,দুনিয়া হারাম""এই রকম।এখানেও তালাক হবে না।
(৩)
যদি এখানে হারাম এর অর্থ ভিন্ন হয় মানে হারাম অর্থ, হিংসুটে স্বার্থপর বুঝনো হয়, তাহলেও তো তালাকের প্রশ্নই আসে না।
(৪)
অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি বলে নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া " এইটা বা ওমুক কাজ করলে ""আমি তোমাকে ছেড়ে চলে যাবো" তাহলে স্বামী কাজটা করলে,স্ত্রী তালাক হবে না।এইটা শর্তযুক্ত কেনায়া বাক্য হিসেবে বিবেচিত হবে না
(৫)
অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি বলে নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া """ এইটা বা ওমুক কাজ করলে "" আমি তোমাকে তোমাকে ডিভোর্স দিয়ে দিবো"" তাহলে স্বামী কাজটা করলে তালাক হবে না।এজন্য যে স্ত্রী কখনো স্বামীকে তালাক বা ডিভোর্স দিতে পারে না।
(৬)
অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি বলে নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া """ এইটা বা ওমুক কাজ করলে আমাকে আর পাবেনা"""তাহলে স্বামী কাজটা করলে তালাক হবেনা। এইটা শর্তযুক্ত কেনায়া বাক্য হবে না।
(৭)
:অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি বলে নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া """ এইটা বা ওমুক কাজ করলে আমি আর তোমার সাথে থাকবো না""" তাহলে স্বামী কাজটা করলে তালাক হবে না।এইটা শর্তযুক্ত কেনায়া বাক্য হবে না।
(৮)
শর্তযুক্ত কেনায়া বাক্যে নিয়ত বা উদ্দেশ্য লাগে?নিয়ত বা উদ্দেশ্য ছাড়াই কাজ করা মাত্র তালাক হবে না।