আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in সালাত(Prayer) by (1 point)
1 মাগরিবের নামাজের প্রথম দুই রাকাত সুরা বাকারার শেষ তিন আয়াত দিয়ে শেষ করা যাবে কি? প্রথম রাকাতে দুই আয়াত পরের রাকাতে এক আয়াত পড়লে কি নামাজ হবে?   জাযাকুমুল্লাহ

2 সিগারেট খাওয়া ব্যাক্তি কি ইমামতি করতে পারবে?  জাযাকুমুল্লাহ

3  ইমাম ভুলে ৫ রাকাত পড়ে ফেললে নামাজ শেষে বুজতে পারি। এখন কি নতুন করে নামাজ পড়বো।  ইমাম সিজদা সাহু দেয়নাই . জাযাকুমুল্লাহ

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মাগরিবের নামাজের প্রথম দুই রাকাত সুরা বাকারার শেষ তিন আয়াত দিয়ে শেষ করা যাবে। প্রথম রাকাতে দুই আয়াত এবং পরের রাকাতে এক আয়াত,এভাবে পড়লেও নামাজ হবে।

(২)
সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমী। মাকরুহে তাহরিমীতে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে। তথাপি তাদের পিছনে নামায পড়া মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/291

যেইসব নামায মাকরুহের সাথে আদায় হবে,সেই সব নামাযকে দোহড়িয়ে পড়া ওয়াজিব। সে সম্পর্কে জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/1872

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত ইমামের পিছনে নামায না পড়াই উত্তম হবে।তবে ফিতনা করবেন না। কেননা ফিতনা সৃষ্টি করা হত্যাকান্ড থেকে অধিক ভয়ানক।

(৩)
যদি ইমাম সাহেব দ্বিতীয় বৈঠক করার পর ভুলে ৫ রাকাত পড়ে নেন, তথা পঞ্চম রাকাতের সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নেন, তাহলে নামায হয়ে যাবে। যদি সাহু সিজদা দিয়ে নামায সমাপ্ত করেন, তাহলে তো ভালো। আর যদি সাহু সিজদা না দেন, তাহলে ওয়াক্তের ভিতর উক্ত নামাযকে দোহড়িয়ে পড়া ওয়াজিব।
তবে দ্বিতীয় বৈঠক না করলে নামায ফাসিদ হয়ে যাবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 12):
"وأربعة لايتبع فيها: زيادة تكبير عيد، أو جنازة، وركن، وقيام لخامسة.
 (قوله: وأربعة لايتبع) أي إذا فعلها الإمام لايتبعه فيها القوم. والأصل في هذا النوع أنه ليس له أن يتابعه في البدعة والمنسوخ وما لا تعلق له بالصلاة، شرح المنية. ... (قوله: وقيام لخامسة) داخل تحت قوله: وركن، تأمل. قال في شرح المنية: ثم في القيام إلى الخامسة إن كان قعد على الرابعة وينتظره المقتدي قاعداً، فإن سلم من غير إعادة التشهد سلم المقتدي معه، وإن قيد الخامسة بسجدة سلم المقتدي وحده؛ وإن كان لم يقعد على الرابعة. فإن عاد تابعه المقتدي، وإن قيد الخامسة فسدت صلاتهم جميعاً، ولاينفع المقتدي تشهده وسلامه وحده. اهـ". فقط واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
0 votes
1 answer 437 views
...