বিসমিহি তা'আলা
জবাবঃ-
হাসপাতাল যে ক্যাটাগরি তে বিল কমানো বা মওকুফ করার সুযোগ দিয়েছে,একমাত্র সে ক্যাটাগরি তে বিল কমানো/মওকুফ করা যাবে।
এ সুযোগের অসৎ ব্যবহার করা যাবে না।
যেমন যদি কোনো হাসপাতাল এমন সুযোগ দেয় যে,যদি কেউ অমুক সংগঠনের সদস্য হয় তাহলে ঐ সদস্যর বা তার স্ত্রী/সন্তানের চিকিৎসা ব্যয়ভার বাবৎ বিলে কিছুটা কমানো যাবে, তাহলে শুধুমাত্র নিজ বিল বা স্ত্রী-সন্তানের বিলে কমানো যাবে।অন্যে কারো বিলে কমানো যাবে না। আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.