আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,025 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

করোনার লক্ষণ দেখা দিলে বোনরা কি পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবেন? যদি নিক্বাব খুলতে বলা হয় সেটা কি জায়েজ হবে?

জাযাকাল্লাহ খাইরান।

1 Answer

0 votes
by (672,280 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান হলো মহিলা রুগির চিকিৎসা মহিলা ডাক্তার করবে,যদি কোথাও মহিলা ডাক্তার না পাওয়া যায়,অন্যত্রে যাওয়ার সামর্থও না থাকে,এককথায় পুরুষ ডাক্তারকে দেখানো ব্যাতিত  কোনো উপায় না থাকে, তাহলে  যা না হলে নয় এতটুকু সতর খোলা জায়েজ। তবে এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন নারীদের জন্য নারী ডাক্তারের ব্যবস্থা করা। যদি এটি একেবারেই সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবে বয়স্ক ডাক্তারের। যদি এটিও সম্ভব না হয়, তাহলে অপারগ অবস্থায় যতটুকু সম্ভব পর্দা রক্ষা করে প্রয়োজনীয় অংশ খোলা জায়েজ আছে।

মুলতাকাল আবহুর গ্রন্থে আছেঃ  
وَيحرم النّظر إِلَى الْعَوْرَة إلاَّ عِنْد الضَّرُورَة كالطبيب (ملتقى الأبحر مع مجمع الانهر، كتاب الكراهية، فصل فى النظر-4/199، تبيين الحقائق، كتاب الكراهية، فصل فى النظر واللمس-7/38، الفتاوى السراجية، كتاب الكراهية، باب النظر واللمس-73، حاشية صحيح البخارى-1/403)
যার সারমর্ম হলো প্রয়োজনে ডাক্তার মহিলা রুগির ছতরের দিকে নজর দিতে পারবে।
,
সুতরাং উল্লেখিত শর্ত যদি পাওয়া যায়,তাহলে সেই মহিলা পুরুষ ডাক্তারের  কাছে যেতে পারবে।
যদি নিকাব খুলতে বলে,নিকাব খুলতে পারবে।
তবে সেখানে কোনো মাহরাম পুরুষকে নিয়ে সাথে যেতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...