আসলে আমার চাচা, ফুপুরা একা পেলেই আমার আব্বু আম্মুকে খুব অপমান করে,নাজেহাল করে,ঝগড়া করে। শুধু গায়ে হাত তোলা বাকি। আমরা যতই চেষ্টা করি কথা না বাড়াতে বা বিবাদে না জড়াতে জড়িয়েই যাই। যেমন, আমরা তাদের বাড়িতে খুব একটা যাইনা যাতে ঝামেলা না হয়। তারা এলে আমরা খুশিমনে সেবা করি। কিন্তু প্রতিবারই তারা বদনাম করে,মিথ্যা বলে অপবাদ দেয়, এমন সব কথা বলে যা খুব অন্যায়। আমার আব্বু বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবেনা তাই সহ্য করেই যাচ্ছে। কিন্তু এমন অবস্থা হচ্ছে যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তারা,এমনকি আমি নিজেও। খুব করে আল্লাহর কাছে চাই যেন তারা এমন না করে,যেন আমাদের সবর দেন। তবুও এসব হতেই থাকে। আমার একমাত্র ভাইটাও এখন দেশের বাইরে চলে গেছে,সুযোগে তারা আরো পেয়ে বসেছে। আগেও আব্বুর গায়ে হাত তুলতে এসেছিল, যখনি বাড়িতে যায় বা তারা আমাদের বাসায় আসে খুব মারাত্মক বিবাদ হয়। আমার ভয় হয় কখন না জানি মেরে বসে। এমতাবস্থায় কি তাদের সাথে সম্পর্ক রাখতেই হবে? যদি শুধু মাঝে মাঝে কুশল বিনিময় করি,আর কোনো যাতায়াত না করি তাহলেকি গুনাহগার হবো?