বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"মানুষের জন্য মানুষের দুধ খাওয়া হারাম।শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।সুতরাং স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম।এ ব্যাপারে প্রায় সকল উলামায়ে কেরাম একমত।আল্লাহ-ই ভালো জানেন।"
(১)স্ত্রীর দুধ খাওয়া হারাম।কেননা দুধ মানুষের শরীরের অংশ।এটা জানা সত্বেও যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে নেয়,তাহলে ঐ স্ত্রী যদিও তার স্বামীর জন্য হারাম হবে না।তবে এমন কাজ সর্বদা হারাম বলেই বিবেচিত হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) তালাকের অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি স্বামীকে শিখনাো বা বুঝানোর উদ্দেশ্য এইটা বলে যে ''তখন আমি হারাম হয়ে যাবো (মানে মুখে দুধ চলে গেলে" তাহলে কোনো তালাক পতিত হবে না। যদি স্বামীর মুখে দুধ চলে যায় তবেও হারাম হবে না।
(২) "যদি দুধ তোমার মুখে চলে যায় তাহলে আমি হারাম হয়ে যাবো"আলোচনার বাচনভঙ্গি দ্বারা বুঝা যাচ্ছে যে, এটা কোন শর্তযুক্ত কেনায়া বাক্য নয়। সুতরাং তালাকের অধিকার প্রাপ্তা স্ত্রী এইরকম বাক্য বললে দুধ স্বামীর মুখে গেলেও তালাক পতিত হবে না।
(৩) যদি তালাকের অধিকার প্রাপ্তা স্ত্রী স্বামীকে শিখানো বা বুঝনোর উদ্দেশ্য বলে যে " যদি দুধ তোমার মুখে চলে যায়, তাহলে আমি হারাম হয়ে যাবো" তাহলে তালাক পতিত হবে না।
(৪) প্রশ্ন করার উদ্দেশ্য লিখলেও কোন তালাক পতিত হবে না।
(৫) দুধ স্বামীর মুখে গেলে স্ত্রী হারাম হবে না।