ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"আমাদের বিয়ের অনেক পরে রেজিস্ট্রি করা হয় আমাদের বাসায় বসেই সেটা করে রেজিস্ট্রি এর দিন আমার স্বামী আমার সাথে হাসি মজাকের ছলে বলছিল " আজকে কিন্তু সরকারি খাতায় ও রেজিস্ট্রি হয়ে যাবে ভেবে নাও বা আগেই বলো থাকবা কিনা এরপর কিন্তু পারবা না" একদম দুষ্টামি করে বলছিলেন স্পষ্ট মনেও নেই ঠিক এ বাক্যগুলোই বলেছিল কিনা উনার ও স্পষ্ট মনে নেই বাক্যগুলো কিন্তু এ ধরনের কথাবার্তা বলছিল দুষ্টামি করে পরে আমি উত্তর দেই এটা তো এমনেই সরকারি কাগজ বিয়ে তো আগেই হয়েছে এ কাগজ থাকলেই বা কি না থাকলেই বা কী উনি বলেন তাও ঠিক বলছ"
(১) উপরোক্ত বিবরন মতে কী স্ত্রী তালাকের অধিকার পাবে। যেই জায়গায় বসে কথা হয়েছিলো,সেখান থেকে স্ত্রী যাওয়ার সাথে সাথেই তালাকের অধিকার রহিত হয়ে যাবে।
(২)
ওয়াসওয়াসার রোগীর মনে তালাকের যত সন্দেহ আসবে, তা দ্বারা কোনো তালাক হয় না।