হুজুর কয়দিন ধরে তা** খুব ওয়াসওয়াসা হচ্ছে।
কারো সাথে কথা বলার সময় এই নিয়ে যখন কথা বলি অন্য কারো সম্পর্কে ওমুককে নাকি তা** দিছে।উচ্চারণ করার আগে আমার দিকে কোন ইন্গিত,বা নিয়ত বা উদ্দেশ্য এইরকম কিছুই মনে পড়েনা।কিন্তু তা* শব্দটা উচ্চারণ করার সাথে সাথে বা পরে আমার কথা মনে পড়ে যায় যে কথাটা আমার উপর পড়বে কিনা,,আমি তখন মনের সাথে যুদ্ধ করি যে আমিতো আমাকে বলছিনা বা আমাকে বলিনি।আমিতো অন্যকারো কথা বলতেছি।
প্রশ্ন:১উচ্চারণ করার সময় যদি নিজের কথা মনে পড়ে যায় ওয়াসওয়াসার কারণে তাহলে সেটা কি আমার উপর পতিত হবে?যদি অধিকার থাকে?
প্রশ্ন ২:আপনাদের আগেও অনেক প্রশ্ন করেছি।জানার উদ্দেশ্য এখানে তা** লিখার সময় ও যদি ওয়াসওয়াসার কারণে আমার কথা মনে পড়ে তাও কি পতিত হবে?যদি অধিকার থাকে?
প্রশ্ন ৩:এই ওয়াসওয়াসা থেকে কিভাবে মুক্তি পাবো?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_230206_194125_663.sdoc-->