আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in সালাত(Prayer) by (36 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

১.আমার সালাতে ইদানিং উচ্চরণে সমস্যা হচ্ছে। আইন হরফ উচ্চারণের ক্ষেত্রে আমার মধ্যে ওয়াসওয়াসা কাজ করছে। সালাতের বাইরে আইন হরফটা আমি  উচ্চারণ করতে পারছি। কিন্তু সালাতের মধ্যে আমি  যখন  সুরা ফাতিহা, তাশাহুদ, দরুদ শরীফ ইত্যাদি তিলাওয়াত করছি তখন আমি কোনভাবেই আইন  উচ্চারণ করতে পারছি না। বারবার তোতলাচ্ছি। কোনভাবে আমার মুখ দিয়ে বের হচ্ছে না য।দিও মাঝেমধ্যে আমি খুব কষ্ট করে উচ্চারণ করছি তবুও আমার  মনে হচ্ছে  আইনটা উচ্চারণ সঠিকভাবে হচ্ছে না। আবার অনেক সময় হরফটা অনেক জোরে উচ্চারণ করছি।  কোনভাবেই আমার মুখ দিয়ে বের হচ্ছে না।  এক্ষেত্রে আমার কি করণীয়?
আমার খুব অসুবিধা হচ্ছে।
২.একটা বিষয় দয়া করে জানাবেন   সূরা ফাতিহা তাশাহুদ আর দরুদ এই তিনটা পড়ার সময় আমার সমস্যাটা বেশি  হচ্ছে।  তাই আমি একটু শুনতে চাইছি,, সূরা ফাতিহা, তাশাহুদ, দরুদ  এগুলোর মধ্যে আইন হরফটা যেখানে যেখানে  আছে সেখানে সেখানে আইনের পরিবর্তে  হামজা উচ্চারণ করি  তাহলে সব জায়গায়গুলোতেই  অর্থের পরিবর্তন হয়? আর কোথায় হয় না?  নাকি কোথাও হয় না?? এটা জানতে পারলে আমার ওয়াসওয়াসাটা কম তো তাই জানতে চাইছি
৩.নামাজের মধ্যে বা পরে কোন হরফের মাখরাজ/ হরকত নিয়ে যদি  সন্দেহ সৃষ্টি হয় তাহলে কি করণীয়?
যদি সন্দেহটা এমন হয় যে  ৫০% মনে হচ্ছে ওয়াসওয়াসা আর ৫০% মনে হচ্ছে ভুল হয়েছে? এক্ষেত্রে কি আমি ওয়াসওয়াসা ভেবে ছেড়ে দেব, নাকি নামাজটা আবারও পড়ব?

৪.সালাতে সিজদা / রুকু / রাকাত সংখ্যা  নিয়ে সিউর হবার পরেও  মনে না পড়লে বা সন্দেহ হলে  কি সাহু সিজদা দিতে হবে?

৫. কোনো নামাজ শুরু করলাম।  ১ রাকাতের  বেশি  পড়া হয়ে গেছে। এরপর যদি নিষিদ্ধ সময় শুরু হয়। আর  নামাজের বাকি অংশ যদি নিষিদ্ধ সময়ে শেষ করি।  তাহলে কি নামাজটা কবুল হয়ে। নিষিদ্ধ যেই তিনটা সময় আছে তিনটা সময়ের জন্যই কি একই নিয়ম?
৬. তাশাহুদে ইবাদিল্লাহিসসলিহীন বলার সময় যদি মোটা হা এর জায়গায় চিকন হা পড়ি তাহলে কি সমস্যা?

1 Answer

0 votes
by (574,050 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 

মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো  অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।  

আরো জানুনঃ-  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নের বিবরন মতে আপনার নামাজ হয়ে যাবে।

(০২)
প্রায় সব ক্ষেত্রেই অর্থ বিকৃত হয়।

তবে প্রশ্নের বিবরন মতে আপনার যেহেতু আইন আর হামযাহ উচ্চারণের মধ্যে সামান্য হলেও পার্থক্য আছে,তাই নামাজ হয়ে যাবে।

(০৩)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে উক্ত সন্দেহকে পাত্তা দিবেননা।

(০৪)
না,এক্ষেত্রে সেজদায়ে সাহু দিতে হবেনা।

(০৫)
এক্ষেত্রে নামাজ কবুল হবেনা।
পরবর্তীতে পুনরায় উক্ত নামাজ আদায় করতে হবে।

ঐদিনে আসরের নামাজের ক্ষেত্রে সূর্য ডুবে যাওয়ার সময় পড়ার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবেনা।
নতুবা সব ক্ষেত্রেই একই বিধান।

(০৬)
এতে নামাজ হয়ে যাবে।
সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 122 views
...