১. স্বামী যদি তার স্ত্রী কে বলে," তোমার সাথে আমার ব্রেকাপ " তাহলে কি তালাক হবে? নাকি এই কথা তালাকের নিয়ত নিয়ে বলতে হবে? একটু বলবেন কি?
২. তালাকের অধিকার প্রাপ্ত বউ যদি তার স্বামী কে বলে তবে কি বিধান.
৩. আমার মনে মনে কোনো কুফরী কথা চলে আসলে আমি কলিমা শাহাদাত পড়ি,ভাবতাম যদি কোনো কারণে ইমানে সমস্যা হয় ও তাও যেনো ঠিক হয়ে যায়। আমি একটি হাদীস জানি যে "আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে"'
এটা জানার পরেও এমনটা করি,গতকাল হঠাৎ মনে হলো এরকম করার ফলে কি হাদীসটার প্রতি আমার অবিশ্বাস প্রকাশ পাচ্ছে!!! আমি এমনিতে কলিমা শাহাদাত পড়ার সময় ভাবতাম জানি এইসবে কুফর হচ্ছে না তাও মনের অশান্তি দুর করার জন্য পড়তাম, তখন এই হাদীসের কথা মাথায় থাকতেনা,ভাবতাম হুজুরেরা বলেন... গতকালকে এই হাদীসের কথা হঠাৎ মাথায় আসে। এমনিতে এই হাদিসের উপর আমার বিশ্বাস আছে।
এভাবে মনে মনে কুফরি আসার পরেও অশান্তি ধূর করার জন্য কলিমা শাহাদড করায় কি ইমানে সমস্যা হবে?
৪. আমার বউকে বলছিলাম যে তুমি যদি ভিজিট ভিসার আবেদন করো কারণ তোমার আগে পিছে কেও নাই। (আমাদের বিয়ের বিষয়ে কেও জানে না তাই বলছিলাম)। এই কথা বলার সময় কোনো নিয়ত নিয়ে বলিনি,এর ফলে কি বিবাহে সমস্যা হবে?
৫. একজন আলেম সম্ভবত নাশিদ গাইতেছেন, লাইন ছিলো " সবাই তো ভালোবাসা চায়" তখন অপর একজন মানুষ তার সাথে ছিলো, এটা একজন স্কিনশট নিয়ে ইচ্ছাকৃত ওই আলেমকে নিয়ে মজা করে কমেন্ট করে, এই তাহলে ভালোবাসা?(সে বুঝাতে চাচ্ছে ওই আলেম ভালোবাসা বলতে ওই পুরুষের ভালোবাসা চাচ্ছেন)।এটা দেখে মনে মনে একটু হাসি উঠে যায় আমার। এর ফলে হয়তো মুখ মুছকি হাসি চলে আসে। এর ফলে কি ইমানে সমস্যা হবে?
৬. আমি একটা গান গাইতাম আগে, "মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী-- তোমার..... ॥" (রাখি অর্থ, হিন্দরা তাদের ভাইএর হাতে ঢ়ে বাধে মনে করে এটা তাদের রক্ষা করে বিভিন্ন বিদপ থেকে, আবার আরেকখানে দেখেছি, রাখি মানে শক্ত বন্ধন) এই গান গাওয়ার সময় গানে কুফরী আছপ কি না এসব ভাবনায় আসতো না, এখন আজকে এই লাইনটা টা গাওয়া পরে চিন্তা হচ্ছে, এতে কি কুফরী কিছু আছে?
৭." তাশরিফ আনা" এর অর্থ নিয়ে মজা করে একবার একজন বলেছিলো "তাশরিফ আনা" মানে "পাছা রাখা", যেমন অমুক তাশরিফ আনলেন মানে পাছা রাখলেন,এটা শুনে হয়তো খুব মজা লেগোছিলো এবং মনে হচ্ছে এটা নিয়ে আমিয়ো একই ভাবে মজা করেছিলাম,অনেক আগের কথা, পরিষ্কার মজা করেছি বলেমনে পরছে না, এর ফলে কি ইমানে সমস্যা হবে?
৮. মেয়েরা কি চুল পরা/ফেটে যাওয়া কমানোর জন্য, বাবরি চুল থেকে কিছু বড় করে চুল কাটতে পারবে?যাতে ছেলেদের সাদৃশ্য হয় না এরকম মাপের...
৯. এই মাসআলা খোজতে গিয়ে একজায়গায় দেখি " ফ্যাশনের জন্য চুল কাটা বৈধ না" কিন্তু "না" শব্দ প্রথমে না দেখায় খানিকের জন্য যেনো মনে করেফেলেছিলাম এটাও বৈধ। তার পর "না" দেখতে পেরে সবটা পরে বুঝলাম বৈধ নয় লেখা। এর ফলে কি ইমানে সমস্যা হবে?